এমবাপ্পের গোলে জয়ে শুরুতে নতুনদের নিয়ে সন্তুষ্ট রিয়াল কোচ

২০ আগস্ট ২০২৫

এমবাপ্পের গোলে জয়ে শুরুতে নতুনদের নিয়ে সন্তুষ্ট রিয়াল কোচ

কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়ে লিগে অভিষেক হয়েছে দলের চার নতুন ফুটবলারের। তাদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে কোচ শাবি আলোনসো জানিয়েছেন, সান্তিয়াগো বের্নাবেউর চাপ সামলাতে তারা কোনো সমস্যায় পড়েননি।

মঙ্গলবার ঘরের মাঠে ওসাসুনাকে - গোলে হারায় রিয়াল। ম্যাচের ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে।

স্বাগতিকরা একটি গোলের বেশি দিতে না পারলেও দুদলের পারফরম্যান্সে ছিল আকাশ-পাতাল পার্থক্য। ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা রিয়াল গোলের জন‍্য শট নেয় ১৮টি, যার মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি। অন্যদিকে ওসাসুনার নেওয়া দুটি শটের একটিও লক্ষ্যে ছিল না।

গ্রীষ্মকালীন দলবদলে দলে যোগ দেওয়া তিন ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, ডিন হুইসেন আলভারো কাররেরাস শুরুর একাদশের হয়ে মাঠে নামেন। অন্যদিকে আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে নিজের প্রথম ম্যাচেই নজর কাড়েন।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে আলোনসো বলেন, “নতুন খেলোয়াড়রা ভালো করেছে, সবাই ঠিকঠাক মানিয়ে নিয়েছে। যারা ক্লাব বিশ্বকাপে খেলেছিল এবং ফ্রাঙ্কো, যে আজ অভিষেক করলওরা আগামী অনেক বছর এই ক্লাবের সম্পদ হবে। রিয়ালের জার্সি কিংবা বের্নাবেউ তাদের চাপে ফেলতে পারেনি।

ওরা ভালোই করেছে, হয়তো খুব চমকপ্রদ না, কিন্তু তারা দায়িত্বশীল ছিল। কোনো ভুল ছিল না, তারা বিচলিতও হয়নি। ফ্রাঙ্কো দারুণ এক ইতিবাচক শক্তি নিয়ে এসেছে।

গত বৃহস্পতিবার ১৮ বছরে পা দেওয়া মাস্তানতুয়োনো শুক্রবার নতুন সতীর্থদের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেন। অভিষেকেই তার আত্মবিশ্বাসী খেলা নজরে আসে। বিষয়ে আলোনসো বলেন, “সে ভালো খেলেছে। আমি ভেবেছিলাম সে অবদান রাখতে পারবে। সে কিছু ভালো মিনিট কাটিয়েছে, প্রভাব রেখেছে।

রিয়ালের কোচ হিসেবে এটি ছিল আলোনসোর প্রথম লা লিগা ম্যাচ। জয় পেলেও পারফরম্যান্সে আরও উন্নতির জায়গা আছে স্বীকার করে তিনি বলেন, “ফল দিয়ে শুরু করা ইতিবাচক। মাত্র দুই সপ্তাহের প্রস্তুতির পর এমন দলের বিপক্ষে খেলেছি, যারা দীর্ঘ প্রাক-মৌসুম কাটিয়েছে। কিছু জিনিসের ঘাটতি ছিল। ভালো কিছু দিক ছিল, আবার উন্নতির জায়গাও আছে। এটা একটি দীর্ঘ পথ।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add