মায়ামিতে বার্সেলোনার ম্যাচ আয়োজনে লা লিগার খেলোয়াড়দের আপত্তি

২২ আগস্ট ২০২৫

মায়ামিতে বার্সেলোনার ম্যাচ আয়োজনে লা লিগার খেলোয়াড়দের আপত্তি

আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যে লা লিগার ম্যাচ আয়োজনের প্রস্তাবের বিরোধিতা করেছে স্প্যানিশ লিগটির খেলোয়াড়রা। স্পেনের পেশাদার ফুটবল খেলোয়াড়দের সংগঠন (এএফই) লিগের ২০ দলের অধিনায়কদের সঙ্গে বৈঠকের পর এই আপত্তির কথা জানায়।

বৃহস্পতিবার এএফই এক বিবৃতিতে জানায়, লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ আলোচনা ও তথ্য না দেওয়ায় এ পরিকল্পনাকে সমর্থন করা সম্ভব নয়।

লা লিগার সব অধিনায়কের সমর্থনে এএফই স্পেনের বাইরে লিগ ম্যাচ আয়োজনের বিপক্ষে। লিগ কর্তৃপক্ষের কাছ থেকে এএফই বিস্তারিত প্রতিবেদনের আবেদন করেছিল, যেন খেলোয়াড়দের বিষয়টি সম্পর্কে জানানো যায় এবং তাদের মতামত নেওয়া হয়। জবাবে লিগ কেবল আমাদের জানায়, বিষয়টি আনুষ্ঠানিক অনুমোদনের পর্যায়ে রয়েছে।

নতুন মৌসুম শুরুর আগে গত ১১ আগস্ট স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আগামী ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচটি আয়োজনের অনুমোদন দেয়। এটি অনুষ্ঠিত হলে প্রথমবারের মতো লা লিগার কোনো ম্যাচ স্পেনের বাইরে এবং ইউরোপের কোনো শীর্ষ লিগের ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

তবে এই পরিকল্পনা বাস্তবায়নের আগে উয়েফা, যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন, কনকাকাফ এবং শেষ পর্যন্ত ফিফার অনুমোদন লাগবে।

এর আগে রিয়াল মাদ্রিদ আইএফইএফের এই প্রস্তাবের কঠোর বিরোধিতা করে উয়েফা, ফিফা ও স্পেনের উচ্চ ক্রীড়া পরিষদকে (সিএসডি) হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিল। এবার লা লিগার খেলোয়াড়দের সঙ্গে নিয়ে লিগ কর্তৃপক্ষের বিপক্ষে অবস্থান নিল এএফই।

আমরা ঐক্যবদ্ধ। আমরা সম্মান ও স্বচ্ছতা চাই। প্রতিযোগিতায় এমন পরিবর্তন আনার আগে সব পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতা গুরুত্বপূর্ণ, বিশেষত মূল খেলোয়াড়দের সঙ্গে।

মন্তব্য করুন: