শেষ সময়ে কোনো খেলোয়াড় হারাতে চান না বার্সা কোচ

২২ আগস্ট ২০২৫

শেষ সময়ে কোনো খেলোয়াড় হারাতে চান না বার্সা কোচ

চলতি মৌসুমের গ্রীষ্মকালীন দলবদলের শেষ সময়ে মার্ক কাসাদো ফের্মিন লোপেসের বার্সেলোনা ছাড়ার বিষয়ে জোর গুঞ্জন রয়েছে। তবে কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, এই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে দলের কোনো খেলোয়াড়কে হারাতে চান না তিনি।

গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে অবদান রাখেন কাসাদো ফের্মিন। গত সপ্তাহে এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, এই দুই মিডফিল্ডারসহ রোনাল্ড আরাউহো, আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনের বিষয়ে প্রস্তাব শোনার জন্য প্রস্তুত কাতালান ক্লাবটি।

তবে গত মৌসুমের দল নিয়েই চলতি মৌসুমে শিরোপা ধরে রাখার অভিযানে থাকতে চান ফ্লিক। এই পরিকল্পনায় আছেন গত মৌসুমে সব মিলিয়ে ৩৬ ম্যাচে শুরুর একাদশের হয়ে মাঠে নামা ২১ বছর বয়সী কাসাদোও।

লেভান্তের বিপক্ষে লা লিগায় পরের ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ বলেন, “আমি ওর সঙ্গে কথা বলেছি। আমার মনে হয় না, সে ক্লাব ছাড়তে চাইছে। আমিও চাই না চলে যাক, কারণ কঠিন মৌসুম অপেক্ষা করছে। আমাদের এখনকার প্রতিটি খেলোয়াড়েরই প্রয়োজন হবে।

প্রতি সপ্তাহে শুরুর একাদশে জায়গা না পাওয়া খেলোয়াড়দের মনের অবস্থার কথা বুঝতে পারা ফ্লিক বলেন, “ফুটবল এমনই। তারা বার্সেলোনার জন্য খেলে। আমরা এই মৌসুমে অনেক কিছু জয়ের চেষ্টা করব। আর জন্য আমাদের প্রতিটি খেলোয়াড়কেই লাগবে।

লোপেসের ক্ষেত্রেও একই অবস্থান নিয়েছেন ফ্লিক। লা লিগার মৌসুমের প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে শুরুর একাদশে খেলা এই তরুণের ক্লাবে থাকার বিষয়ে আশাবাদী তিনি।

আমি এখন কোনো খেলোয়াড়কে হারাতে চাই না। ফার্মিন মানসম্মত খেলোয়াড়, গত মৌসুমে ভালো করেছে, মৌসুমেও দারুণ শুরু করেছে। তাকে নিয়ে আমি সন্তুষ্ট, সব খেলোয়াড়কে নিয়েই। আমি চাই সবাইকে রেখে দিতে, কারণ আমাদের হাতে যে বিকল্পগুলো আছে এটা খুবই ভালো।

আগামী ১ সেপ্টেম্বর শেষ হবে লা লিগার গ্রীষ্মকালীন দলবদল।

মন্তব্য করুন: