এমবাপ্পে-ভিনিসুসের গোলে রিয়ালের টানা ২য় জয়
২৫ আগস্ট ২০২৫

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের পর শেষ মুহূর্তে ভিনিসুস জুনিয়রের গোলে লা লিগার নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ২৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফেরা রিয়াল ওভিয়েদোকে ৩-০ গোলে হারিয়েছে শাবি আলোনসোর দল।
রোববার প্রতিপক্ষের মাঠে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন রিয়াল কোচ আলোনসো। আগের ম্যাচের পুরোটা সময় বেঞ্চে থাকা রদ্রিগো ফেরেন শুরুর একাদশে। সেখানে তার সঙ্গী হন দুই অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল ও আন্টোনিও রুডিগার। এছাড়াও নিজের অভিষেকে ঝলক দেখানো আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও ছিলেন শুরুর একাদশে।
তাদেরকে জায়গা করে দিতে বেঞ্চে বসেন ভিনিসুস, ব্রাহিম দিয়াস, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড ও এদের মিলিতাও।
বল দখল ও আক্রমণে প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে ছিল রিয়াল। ৬৫ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে তারা গোলের জন্য শট নেয় ২৬টি, যার মধ্যে লক্ষ্যে থাকে ১০টি। অন্যদিকে ছয়টি শট নেওয়া ওভিয়েদো তিনটি লক্ষ্যে রাখতে পারে।
শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকা রিয়ালকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৭তম মিনিট পর্যন্ত। আর্দা গুলেরের বাড়ানো বল নিয়ে বক্সের ভেতর ঢুকে সঙ্গে থাকা দুই ডিফেন্ডারকে এড়িয়ে দূরের পোস্ট দিয়ে তা জালে জড়ান এমবাপ্পে।
এর আগে এবারের মৌসুমে লিগের প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে ফরাসি এই তারকার গোলে জয় পায় রিয়াল।
৬৩তম মিনিটে রদ্রিগোর বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসুস। ৮৩তম মিনিটে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। এর খানিকবাদে তাকে তুলে নেন আলোনসো।
৮৯তম মিনিট দারুণ এক সেভে রিয়ালকে গোল হজমের হাত থেকে বাঁচান গোলরক্ষক থিবো কোর্তোয়া। তিন মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন ভিনিসুস।
দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রিয়াল মাদ্রিদ। গত শনিবার লেভান্তের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় পাওয়া বার্সেলোনা আছে দুই নম্বরে। বর্তমান চ্যাম্পিয়নদেরও পয়েন্ট ৬। সমান পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ভিয়ারিয়াল।
মন্তব্য করুন: