লেভারকুজেনে যোগ দিলেন রিয়ালের সাবেক তারকা ভাসকেস
২৭ আগস্ট ২০২৫

রিয়াল মাদ্রিদে দীর্ঘ এক দশকের ক্যারিয়ার শেষে বায়ার্ন লেভারকুজেনে যোগ দিয়েছেন লুকাস ভাসকেস। পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জয়ী স্প্যানিশ এই ফুটবলারকে দুই বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে জার্মান ক্লাবটি।
ক্লাব বিশ্বকাপের পর গত মাসে রিয়াল ছাড়েন ভাসকেস। ফলে ৩৪ বছর বয়সী এই তারকাকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই দলে পেয়েছে লেভারকুজেন।
রিয়ালের একাডেমি থেকে উঠে আসা ভাসকেস মাঝের এক বছর ধারে এস্পানিওলে খেলেছিলেন। এরপর ২০১৫ সালে ফিরে আসেন স্প্যানিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটিতে।
সাম্প্রতিক বছরগুলোতে রাইট-ব্যাক হিসেবে খেলা এই ফুটবলার সান্তিয়াগো বের্নাবেউয়ে ১০ বছরের ক্যারিয়ারে ৪০০টি ম্যাচ খেলে জিতেছেন ২৩টি শিরোপা। এর মধ্যে আছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি করে লা লিগা ও উয়েফা সুপার কাপ এবং তিনটি ক্লাব বিশ্বকাপ।
মঙ্গলবার এক বিবৃতিতে লেভারকুজেন জানায়, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবে থাকবেন ভাসকেস। খেলবেন ২১ নম্বর জার্সি পরে।
ক্লাবের ম্যানেজিং ডিরেক্টর সিমন রল্ফস বলেন, “আমরা এক অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়কে দলে নিয়েছি, যিনি গত দশ বছরে রিয়াল মাদ্রিদের হয়ে যা কিছু জেতার আছে সব জিতেছেন। তার টেকনিক চমৎকার, ট্যাকটিকসে দক্ষ, দুর্দান্ত ক্রিয়েটর ও কৌশলী। লুকাস আমাদের খেলায় বড় প্রভাব রাখবে।”
গত মৌসুমে বুন্ডেসলিগায় দ্বিতীয় স্থানে ছিল লেভারকুজেন। তার আগের মৌসুমে নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো লিগ শিরোপা জিতেছিল তারা। তখন দলের কোচ ছিলেন শাবি আলোনসো। বর্তমানে তিনি দায়িত্ব নিয়েছেন ভাসকেসের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের।
নতুন কোচ এরিক টেন হাগের অধীনে ২০২৫-২৬ মৌসুমে লিগের প্রথম ম্যাচে হফেনহাইমের কাছে ২-১ গোলে হেরে গেছে লেভারকুজেন। আগামী শনিবার ভেরডার ব্রেমেনের বিপক্ষে মাঠে নামবে তারা।
মন্তব্য করুন: