ফেনারবাচে থেকে চাকরি হারালেন মরিনিয়ো
২৯ আগস্ট ২০২৫

তুরস্কের ক্লাব ফেনারবাচের কোচের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে জোসে মরিনিয়োকে। প্লে-অফের বাধা পেরিয়ে দলটি চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে উঠতে ব্যর্থ হওয়ার পর দুই দিন পর এই ঘোষণা এলো।
শুক্রবার এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, দুই পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে ফেনারবাচের দায়িত্ব নেন মরিনিয়ো। ৬২ বছর বয়সী পর্তুগিজ এই কোচ দায়িত্ব নেওয়ার পর এক দশকের শিরোপা খরা কাটানোর আশায় ছিলেন ক্লাবটির সমর্থকরা। কিন্তু সে মৌসুমেও আগের তিন মৌসুমের মতো রানার্স-আপ হয় দলটি।
তবে মরিনিয়োর অধীনে এবারের মৌসুমে শুরুটা ভালো করেছিল ফেনারবাচে। তার্কিশ সুপার লিগে দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে ড্র করেছে তারা। কিন্তু বেনফিকার কাছে প্লে-অফে হেরে চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে উঠতে ব্যর্থ হয় ক্লাবটি। গত বুধবার ফিরতি লেগে পর্তুগিজ ক্লাবটির মাঠে ১-০ গোলে হারে তারা।
পোর্তোকে ২০০৪ সালে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে তারকা কোচ হয়ে ওঠা মরিনিয়ো চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডসহ আরও কয়েকটি ক্লাবের কোচিং করিয়েছেন। ফেনারবাচের আগে তিনি দায়িত্বে ছিলেন রোমার। ইতালিয়ান ক্লাবটিতে চাকরি হারানোর পর যোগ দেন ফেনারবাচেতে।
মন্তব্য করুন: