রোনালদোর গোল ও ফেলিক্সের হ্যাটট্রিকে বড় জয়ে মৌসুম শুরু আল-নাসেরের
৩০ আগস্ট ২০২৫

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে নিজের পুরোনো ছন্দ ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই মহাতারকার গোলে এবং তার জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকে বড় জয়ে লিগ শুরু করেছে আল-নাসের।
শুক্রবার জেদ্দায় নিজেদের প্রথম ম্যাচে আল-তাউনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে রোনালদোর দল। আল-নাসেরের হয়ে আরেকটি গোল করেন বায়ার্ন মিউনিখ ছেড়ে ক্লাবটিতে যোগ দেওয়া ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোমান।
চেলসি ছেড়ে আল-নাসেরে যোগ দেওয়ার পর সৌদি সুপার কাপে নিজের প্রথম দুই ম্যাচে আলো ছড়িয়েছিলেন ফেলিক্স। এবার সৌদি প্রো লিগ অভিষেকে জ্বলে উঠলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। সপ্তম মিনিটে দলের প্রথম গোলটি আসে তার পা থেকে। প্রথমার্ধে এরপর আর কোনো গোল হয়নি।
বিরতির পর ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এই গোল করে অনন্য এক কীর্তি গড়েন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুম গোল করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শের পথে ছুটে চলা এই ফরোয়ার্ডের গোল সংখ্যা এখন ৯৪০টি।
পরের মিনিটে দলের তৃতীয় গোলটি করেন কোমান। এরপরের গল্পটা শুধুই ফেলিক্সের। ৩৭তম মিনিটে সাদিও মানের কাছ থেকে পাওয়া বল বক্সের বাইরে থেকে জালে জড়ান ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৮৭তম মিনিটে নাটকীয়ভাবে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। রোনালদোর শট ক্রসবারে লেগে ফিরে আসলে গোলের জন্য শট নেন ফেলিক্স। কিন্তু প্রতিপক্ষের একজন জাল স্পর্শ করার আগেই তা ফিরিয়ে দেন। কিন্তু বলটি তার আগেই গোললাইন অতিক্রম করায় রেফারি সেটিকে গোল হিসেবে ঘোষণা দেন।
মন্তব্য করুন: