রেকর্ড গড়ে ইসাককে দলে নিচ্ছে লিভারপুল

১ সেপ্টেম্বর ২০২৫

রেকর্ড গড়ে ইসাককে দলে নিচ্ছে লিভারপুল

ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে আলেকজান্ডার ইসাককে দলে নিতে চলেছে লিভারপুল। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নিউক্যাসল ইউনাইটেডের হয়ে খেলা এই সুইডিশ স্ট্রাইকারকে দলে নিতে ১২ কোটি ৫০ লাখ পাউন্ড দিতে রাজি হয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

দলবদলটির সঙ্গে জড়িত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সোমবার প্রকাশিত প্রতিবেদনে বিবিসি স্পোর্ট জানায়, ইসাকের অ্যানফিল্ডে যোগ দেওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।

প্রিমিয়ার লিগে দলবদলের ইতিহাসে আগের রেকর্ডটি ছিল এনসো ফের্নান্দেসের। ২০২৩ সালে আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে বেনফিকা থেকে দলে নিতে ১০ কোটি ৭০ লাখ পাউন্ড খরচ করেছিল চেলসি।

নিউক্যাসলের সূত্রের দাবি, অ্যাড-অনের মাধ্যমে এই চুক্তির মূল্য দাঁড়াতে পারে ১৩ কোটি পাউন্ড পর্যন্ত।

সোমবার ইসাকের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ছয় বছরের চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

ইসাককে দলে নিতে গত আগস্টে লিভারপুলের দেওয়া ১১ কোটি পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল নিউক্যাসল। তবে শেষ পর্যন্ত গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে গিয়ে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে পেতে চলেছে অলরেডরা।।

লিভারপুল ইতিমধ্যে তাদের ইতিহাসের সবচেয়ে বড় চুক্তিতে ফ্লোরিয়ান ভির্টজকে দলে নিয়েছে। বায়ার লেভারকুজেন থেকে জার্মান এই মিডফিল্ডারকে দলে নিতে ১০ কোটি পাউন্ড খরচ করেছে তারা। অ্যাড-অন হিসেবে যোগ করা হয় আরও ১ কোটি ৬০ লাখ পাউন্ড। এবার ইসাককে দলে নিয়ে সেই রেকর্ডও ভেঙে দিল ক্লাবটি।

২০২২ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে ৬ কোটি পাউন্ডে ইসাককে দলে নিয়েছিল নিউক্যাসল। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ২৭ গোল করেন তিনি। লিগ কাপ ফাইনালে গোল করে নিউক্যাসলকে শিরোপা জেতান তিনি, যেখানে প্রতিপক্ষ ছিল লিভারপুলই।

তবে গ্রীষ্মের শুরুতে নিউক্যাসলের এশিয়া সফরে অংশ নেননি ইসাক। ক্লাবের দাবি ছিল, সামান্য ঊরুর চোটে ভুগছেন তিনি। কিন্তু তখন থেকেই ধারণা করা হচ্ছিল, ইসাক অন্য ক্লাবে যেতে পারেন।

নিউক্যাসলে ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন থাকা অবস্থায় এক বিবৃতিতে ইসাক অভিযোগ করেন, নিউক্যাসল তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং তাদের সম্পর্ক আর এগিয়ে নেওয়া সম্ভব নয়।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add