বেলজিয়ান গোলরক্ষক লামেন্সকে দলে নিল ম্যান ইউ
২ সেপ্টেম্বর ২০২৫

মৌসুম বদলালেও সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। তার ওপর দলের দুই গোলরক্ষক আন্দ্রে ওনানা ও আলতাই বায়িন্দির মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারছেন না। এমন অবস্থায় গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে বেলজিয়ান গোলরক্ষক সেন লামেন্সকে দলে নিয়েছে ইংলিশ ফুটবলের অন্যতম সফল ক্লাবটি।
সোমবার বেলজিয়ামের ক্লাব রয়াল অ্যান্টওয়ার্প থেকে পাঁচ বছরের চুক্তিতে লামেন্সকে দলে নিয়েছে ইউনাইটেড। ২ কোটি ১০ লাখ ইউরোর ট্রান্সফার ফির সঙ্গে যুক্ত করা হয়েছে অ্যাড-অনও।
দলবদলের শেষ দিন পর্যন্ত ইউনাইটেডের গোলকিপার হিসেবে অ্যাস্টন ভিলার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের নামও শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত ২৩ বছর বয়সী লামেন্সের ওপর আস্থা রেখেছে রেড ডেভিলরা।
লামেন্সকে প্রতিভাবান এক সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। খারাপ ফর্মে থাকা ওনানা ও বায়িন্দিরকে সরিয়ে ক্লাবের প্রধান গোলরক্ষক হওয়ার সম্ভাবনায় এগিয়ে আছেন তিনি।
অ্যান্টওয়ার্পের হয়ে ২০২৩ সালের নভেম্বরে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ১২টি ম্যাচে জাল অক্ষত রেখেছেন লামেন্স। গত মৌসুমে ইউরোপের শীর্ষ ১০ লিগে অন্য যেকোনো গোলরক্ষকের চেয়ে বেশি সেভ করেছেন তিনি। পাশাপাশি ২৩ বছরের কম বয়সী গোলরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি প্রগ্রেসিভ পাস দেওয়ার কৃতিত্বও তার।
ইউনাইটেডে যোগ দিয়ে লামেন্স বলেন, “এটা সত্যিই এক স্বপ্নপূরণ। গত কয়েক বছর ছিল দুর্দান্ত এক যাত্রা, যা শেষ হয়েছে এক অবিশ্বাস্য গন্তব্যে। আশা করছি এর মাধ্যমে শুরু হবে কিছু বিশেষ কিছুর। এখানে তৈরি হওয়া ইতিবাচক পরিবেশ আপনি অনুভব করতে পারবেন। আর আমি জানি, আগামী বছরগুলোতে ক্লাবের জন্য সত্যিকারের অবদান রাখতে পারব।”
চলতি মৌসুমে ইউনাইটেডের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গোলকিপিং। লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে চতুর্থ স্তরের ক্লাব গ্রিমসবির কাছে হারের ম্যাচে দুটি গোলের জন্য দায়ী ছিলেন ওনানা। অন্যদিকে শনিবার প্রিমিয়ার লিগ বার্নলির বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে বড় ভুল করেন বায়িন্দির।
গত সপ্তাহে ইউনাইটেড কোচ রুবেন আমুরি বলেন, “আমি মনে করি এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক হওয়া খুব কঠিন। তারা মানুষ। ম্যানচেস্টার ইউনাইটেডে সবকিছুই খবরে আসে।”
মন্তব্য করুন: