ম্যানসিটি থেকে গালাতাসারাইয়ে গুনদোয়ান

৩ সেপ্টেম্বর ২০২৫

ম্যানসিটি থেকে গালাতাসারাইয়ে গুনদোয়ান

তুরস্কের চ্যাম্পিয়ন ক্লাব গালাতাসারাই ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি থেকে অভিজ্ঞ জার্মান মিডফিল্ডার ইলকাই গুনদোয়ানকে ফ্রি ট্রান্সফারে দলে নিয়েছে

৩৪ বছর বয়সী গুনদোয়ান তুর্কি ক্লাবটির সঙ্গে ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছেন সিটির সঙ্গে গুনদোয়ানের এক বছরের চুক্তি বাকি থাকলেও তাকে ক্লাব ছাড়ার অনুমতি দেওয়া হয়

তুরস্কের ট্রান্সফার উইন্ডো ১২ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকে

বিদায়ী বার্তায় দুই দফায় সিটির হয়ে ৩৫৮টি ম্যাচ খেলে ৬৫টি গোল করা গুনদোয়ান বলেন, “ম্যানচেস্টার সিটি সবসময় আমার হৃদয়ে বিশেষ জায়গায় থাকবে। আমরা একসঙ্গে অনেক সাফল্য উপভোগ করেছি এবং অনেক অবিস্মরণীয় মুহূর্ত কাটিয়েছি, বিশেষ করে ট্রেবল জয়ী মৌসুমে অধিনায়ক থাকা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।

তুর্কি বংশোদ্ভূত জার্মান এই মিডফিল্ডার বলেন, “প্রিমিয়ার লিগ এফএ কাপ ট্রফি জয় আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। তবে এই ক্লাবের হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ট্রফি উঁচিয়ে ধরতে পারা, বিশেষ করে ইস্তাম্বুলে, আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে

আমার কোনো সন্দেহ নেই ম্যানচেস্টার সিটি ভবিষ্যতেও আরও অনেক সাফল্য পাবে। আমি তুরস্কে আমার ক্যারিয়ার চালিয়ে গেলেও দূর থেকে অবশ্যই তাদের খেলা দেখব। তুরস্ক আমার জন্য অনেক অর্থবহ একটি দেশ।

গুনদোয়ান ২০১৬ সালে গার্দিওলার অধীনে সিটির প্রথম সাইনিং ছিলেন। সাত বছর ক্লাবে কাটিয়ে তিনি ২০২৩ সালে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন ২০২৪ সালের আগস্টে তিনি আবার সিটিতে ফেরেন এবং গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচ খেলেন, যেখানে গার্দিওলার দল তৃতীয় হয়ে মৌসুম শেষ করে

জার্মানির গেলসেনকির্শেন শহরে তুর্কি বংশোদ্ভূত পরিবারে জন্ম নেওয়া গুনদোয়ান সিটির হয়ে পাঁচবার প্রিমিয়ার লিগ ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতেন

এর আগে তিনি জার্মান ক্লাব বোখুম, নুরেমবার্গ বরুশিয়া ডর্টমুন্ডে খেলেছেন

মন্তব্য করুন: