সিঙ্গাপুরকে গুঁড়িয়ে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ

৯ সেপ্টেম্বর ২০২৫

সিঙ্গাপুরকে গুঁড়িয়ে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ হেরে আগেই এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে খেলার আশা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে শেষ ম্যাচে সিঙ্গাপুরকে গুঁড়িয়ে জয় দিয়ে আসর শেষ করতে পেরেছে সাইফুল বারী টিটুর দল।

মঙ্গলবার ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে সিঙ্গাপুরকে - গোলে হারায় বাংলাদেশ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের ভেতর গোলগুলো করে বাংলাদেশ, যার শুরুটা করেন ফাহামিদুল ইসলাম। ৭০তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে বল জালে জড়ান ইতালি প্রবাসী এই ফরোয়ার্ড। এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আল-আমিন।

পাল্টা আক্রমণে ৮০তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন মহসিন আহমেদ। এর মিনিট দুয়েক পর বক্সের ঠিক বাইরে থেকে ব্যবধান - করেন অধিনায়ক শেখ মোরছালিন।

যোগ করা সময়ে একটি গোল শোধ করে সিঙ্গাপুর।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে - গোলে হারে বাংলাদেশ। ইয়েমেনের বিপক্ষে পরের ম্যাচে একদম শেষ মূহুর্তে গোল হজম করে - ব্যবধানে হারে তারা।

আগামী বছর জানুয়ারিতে সৌদি আরবে বসবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল আসর। বাছাইপর্ব থেকে ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন গ্রুপগুলোর রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা চারটি দল মূলপর্বের টিকিট পাবে।

সি গ্রুপ থেকে ম্যাচে জয়ে তালিকার তিনে থেকে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ।

মন্তব্য করুন: