এমবাপ্পে-গুলেরের গোলে ১০ জনের দল নিয়ে জিতল রিয়াল
১৩ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচ খেলতে নেমে শুরুতেই রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ডিন হাউসেনের লাল কার্ডে আধা ঘণ্টার পরই ১০ জনের দলে পরিণত হলো তারা। বিরতির আগে আর্দা গুলেরের গোলে ব্যবধান দ্বিগুণ হওয়ার পর এক গোল খেলেও লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে শাবি আলোনসোর দল।
শনিবার রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-১ গোলে জেতে রিয়াল। চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা।
প্রতিপক্ষের মাঠে বল দখল ও আক্রমণে পিছিয়ে ছিল আলোনসোর দল। পুরো ম্যাচে ৩৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য তারা শট নেয় ১৬টি, যার মধ্যে লক্ষ্যে থাকে ছয়টি। অন্যদিকে ২৩টি শট নিলেও ৪টি লক্ষ্যে রাখতে পারে সোসিয়েদাদ।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রতিপক্ষের জালে বল জড়ান গুলের। কিন্তু এমবাপ্পে তুর্কি এই মিডফিল্ডারকে বল বানিয়ে দেওয়ার সময় অফসাইডে থাকায় তা গোল হয়নি। তবে দ্বাদশ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন এই ফরাসি তারকা। চলতি মৌসুমে চার ম্যাচে এই ফরোয়ার্ডের গোল হলো চারটি।
৩২তম মিনিটে সেন্টার-ব্যাক হাউসেন মিকেল ওইয়ারসাবালকে পেছন থেকে ঘাড় ধরে টেনে ফেলে দিলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে এক ঘণ্টার বেশি সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় রিয়ালকে।
৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গুলের। এমবাপ্পের দিকে বল বাড়িয়ে দিয়ে বক্সের ভেতর ঢুকেন তিনি। প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে বাইলাইনের কাছ থেকে কাটব্যাক করেন এমবাপ্পে। বল নিয়ন্ত্রণে নিয়ে তা জালে জড়ান গুলের।
দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের ভেতর দানি কারভাহালের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় সোসিয়েদাদ। ৫৬তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান কমান ওইয়ারসাবাল। এরপর স্বাগতিকদের বেশ কয়েকটি শট ফিরিয়ে রিয়ালকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।
মন্তব্য করুন: