হাউসেনের লাল কার্ডে সন্তুষ্ট নন রিয়াল কোচ

১৪ সেপ্টেম্বর ২০২৫

হাউসেনের লাল কার্ডে সন্তুষ্ট নন রিয়াল কোচ

এক ঘণ্টারও বেশি সময় ১০ জনের দল নিয়ে খেলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার ডিন হাউসেনকে। এই ঘটনায় কোচ শাবি আলোনসো জানিয়েছেন, এই লাল কার্ড দেখানো নিয়ে রেফারির ব্যাখ্যা তাকে সন্তুষ্ট করতে পারেনি।

শনিবার সোসিয়েদাদের মাঠে কিলিয়ান এমবাপ্পে আর্দা গুলেরের গোলে - ব্যবধানের জয় পায় রিয়াল। লিগে চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আলোনসোর দল।

এমবাপ্পের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ৩২তম মিনিটে লাল কার্ড দেখেন হাউসেন। আক্রমণে যাওয়া এমবাপ্পের পা থেকে বক্সের ভেতর বল কেড়ে নিয়ে রিয়ালের অর্ধে পাঠান সোসিয়েদাদের এক খেলোয়াড়। বলের পেছনে হাউসেনের সঙ্গে ছোটেন সোসিয়েদাদেরে মিকেল ওইয়ারসাবাল। এমন সময় হাউসেন স্প্যানিশ এই ফরোয়ার্ডের ঘাড় পেছন থেকে টেনে ধরার চেষ্টা করলে পড়ে তিনি পড়ে যান। সরাসরি লাল কার্ড দেখেন হাউসেন। সে সময় রিয়ালের অর্ধে গোলকিপার ছাড়া এদের মিলিতাও ছিলেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, “আমার কাছে এটা হলুদ কার্ড ছিল। মিলিতাও কাছাকাছি ছিল। বল নিয়ন্ত্রণে ছিল না। তখনও ৪০ মিটার বাকি ছিল।"

এটা আমার ব্যাখ্যা, রেফারির অন্যটা, আর ভিএআরেরও আলাদা ব্যাখ্যা ছিল। আমি ব্যাখ্যা চেয়েছিলাম, সেটা আমাকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। তবে এখানেই থামি ... আনোয়েতায় জেতা সবসময় কঠিন। আজকে আরও কঠিন ছিল।

চলতি গ্রীষ্মে রিয়ালে যোগ দেওয়ার পর এটি হাউসেনের দ্বিতীয় লাল কার্ডের ঘটনা। শেষ বাঁশি বাজার পর রেফারির সঙ্গে আলোনসোকে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায়।

যখন পরিষ্কার ভুল হয়, তখন আমার মতে, ভিএআরের হস্তক্ষেপ করা উচিত। আমি রেফারিকে নিয়ে একতরফা বক্তব্য দিতে চাই না ... কিন্তু এই সিদ্ধান্ত ম্যাচকে অনেকটাই প্রভাবিত করেছে।

আমরা তার ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি। সেটা আমাকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। কিন্তু আমরা কিছু করতে পারি না। দেখি, অন্য ব্যাখ্যা আমাকে কতটা সন্তুষ্ট করতে পারে।

রিয়াল মাদ্রিদ টিভি জানায়, ক্লাবটি মৌসুম গত মৌসুমে রেফারির বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি নথি প্রস্তুত করছে, যা তারা ফিফার কাছে পাঠাবে।

মন্তব্য করুন: