জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়াল-আর্সেনালের

১৭ সেপ্টেম্বর ২০২৫

জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়াল-আর্সেনালের

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম দিন মাঠে নেমে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল। অন্যদিকে ইউভেন্তুস ও বরুশিয়া ডর্টমুন্ডের আট গোলের রোমাঞ্চকর ম্যাচ শেষ হয়েছে সমতায়।

মঙ্গলবার ঘরের মাঠে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ১০ জনের দল নিয়ে ফরাসি ক্লাব মার্শেইকে ২-১ গোলে হারায় রিয়াল। ১৫ বারের চ্যাম্পিয়নদের হয়ে দুটি গোলই পেনাল্টি থেকে করেন এমবাপ্পে।

রিয়ালের একের পর এক আক্রমণ সামলে ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় মার্শেই। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর রদ্রিগো ফাউলের শিকার হয়ে পেনাল্টি পায় রিয়াল। ২৮তম মিনিটে স্পট কিক থেকে বল জালে জড়ান এমবাপ্পে।

৭০তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে মাথা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দানি কারভাহাল। একজন কমলেও আক্রমণ চালিয়ে যেতে থাকে রিয়াল। এরই ধারাবাহিকতায় বক্সের ভেতর প্রতিপক্ষের একজনের হাতে বল লাগলে দ্বিতীয় পেনাল্টিটি পায় তারা। সেখান থেকে ৮১তম মিনিটে এগিয়ে দেন এমবাপ্পে।

দিনের অন্য ম্যাচে আথলেতিক বিলবাওয়ের মাঠে ২-০ গোলের জয় পায় আর্সেনাল। দুটি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে।  

বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা মিকেল আর্তেতার দলকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৭২তম মিনিট পর্যন্ত। বদলি হিসেবে নেমে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি। দলের দ্বিতীয় গোলটি করেন আরেক বদলি বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ত্রোসার্দ।

৬২ শতাংশ সময় বল দখলে রাখা আর্সেনাল গোলের জন্য শট নেয় ১১টি, যার মধ্যে লক্ষ্যে থাকে ৬টি। অন্যদিকে সমান শট নেওয়া বিলবাও লক্ষ্য রাখতে পারে কেবল দুটি।

বদলি হিসেবে নেমে ইউভেন্তুসের হয়ে জোড়া গোল করেন দুসান ভ্লাহোভিচআরেক ম্যাচে তুরিনে ৪-৪ সমতায় শেষ হয় ডর্টমুন্ড ও ইউভেন্তুসের লড়াই। ঘরের মাঠে নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে ছিল ইতালিয়ান ক্লাবটি। এরপর দুই মিনিটে দুই গোল করে সমতায় ফেরে তারা।

ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫২তম মিনিটে কারিম আদেইয়েমির গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। ১১ মিনিটের মাথায় কেনান ইলিদিজের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। দুই মিনিটের মধ্যে জার্মান ক্লাবটিকে আবার এগিয়ে দেন ফেলিক্স মেচা। ৬৭তম মিনিটে ইউভেন্তুসকে আবার সমতায় ফেরান বদলি হিসেবে নামা দুসান ভ্লাহোভিচ।

৭৪তম ও ৮৬তম মিনিটের দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় ছিল ডর্টমুন্ড। তবে যোগ করা সময়ে বদলে যায় সবকিছু। চতুর্থ মিনিটে ব্যবধান কমান ভ্লাহোভিচ। ষষ্ঠ মিনিটে লয়ড কেলির পরের গোলটিতে অ্যাসিস্ট করেন এই সার্বিয়ান ফরোয়ার্ড।

ঘরের মাঠে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগে ফেরা টটনাম হটস্পার।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে নবাগত দুই ক্লাব বেলজিয়ামের ইউনিয়ন এসজি ও আজারবাইজানের কারাবাখ এফকে। নেদারল্যান্ডসের পিএসভি আইন্দোহোভেনকে ৩-১ গোলে হারিয়েছে প্রথমবারের মতো ইউরোপ ক্লাবসেরার আসরে খেলতে আসা ইউনিয়ন এসজি। অন্য ম্যাচে পর্তুগালের বেনফিকাকে ৩-২ গোলে হারায় ২০১৭-১৮ মৌসুমের পর প্রথমবারের মতো মূল আসরে খেলার সুযোগ পাওয়া কারাবাখ।

মন্তব্য করুন: