মিলিতাও-এমবাপ্পের গোলে রিয়ালের পাঁচে ৫

২১ সেপ্টেম্বর ২০২৫

মিলিতাও-এমবাপ্পের গোলে রিয়ালের পাঁচে ৫

এদের মিলিতাও ও কিলিয়ান এমবাপ্পের গোলে স্প্যানিশ লা লিগায় টানা পঞ্চম জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে শাবি আলোনসোর দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচের ২২তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন মিলিতাও। ফেদেরিকো ভালভের্দের পাস থেকে প্রায় ৩০ মিটার দূর থেকে বুলেট গতির শট জালে জড়ান ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ফরাসি এই তারকার গোলটিও আসে ডি-বক্সের বাইরে থেকে। বক্সের ভেতর থেকে ভিনিসুস জুনিয়রের কাটব্যাক পা দিয়ে থামিয়ে একটু সামনে এগিয়ে নিয়ে ডান পায়ের শটে তা জালে জড়ান এমবাপ্পে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। আর চলতি মৌসুমে লিগে পাঁচ ম্যাচে তার গোল সংখ্যা এখন ৫টি। আর সব মিলিয়ে গোল ৭টি।

৬৬তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসে রিয়ালের সামনে। কিন্তু তা কাজে লাগাতে পারেননি এমবাপ্পে ও ভিনিসুসের কেউই। এমবাপ্পের নেওয়া শট প্রথমে গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর ফরাসি তারকার ফিরতি শটও ঠেকান তিনি। এরপর বল চলে যায় ভিনিসুসের পায়ে। কিন্তু ফাঁকায় বল পেয়েও তা পোস্টে মারেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

এদিন মৌসুমে প্রথমবারের মতো রিয়ালের জার্সিতে মাঠে নামেন জুড বেলিংহ্যাম। কাঁধের অস্ত্রোপচারে থেকে সেরে উঠে ম্যাচের ৮৯তম মিনিটে এমবাপ্পের বদলি হিসেবে মাঠে নামেন এই ইংলিশ মিডফিল্ডার।

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বার্সেলোনা রোববার রাতে গেতাফের বিপক্ষে মাঠে নামবে।

মন্তব্য করুন: