দেড় ঘণ্টার অনুশীলনের জয়ে বেনফিকার অধ্যায় শুরু মরিনিয়োর

২১ সেপ্টেম্বর ২০২৫

দেড় ঘণ্টার অনুশীলনের জয়ে বেনফিকার অধ্যায় শুরু মরিনিয়োর

বেনফিকার দায়িত্ব পাওয়ার একদিন পরই দল নিয়ে মাঠে নামতে হয়েছিল জোসে মরিনিয়োকে। প্রতিপক্ষকে উড়িয়ে প্রত্যাবর্তনটাও হয়েছে দুর্দান্ত। আর ম্যাচ শেষে পর্তুগিজ এই কোচ জানিয়েছেন, তার অধীনে কেবল দেড় ঘণ্টা অনুশীলন করেছে দল।

শনিবার পর্তুগিজ লিগে এভিএস ফুটবলকে - গোলে হারায় বেনফিকা।

গত মাসে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে চাকরি হারান মরিনিয়ো। এক মাস না যেতেই গত বৃহস্পতিবার দায়িত্ব পান বেনফিকার। এরপর শুক্রবার তার অধীনে ঘণ্টা দেড়েক অনুশীলন করে দলটি। ২০২০ সালে এই দলটির হয়েই কোচিং ক্যারিয়ারের শুরুটা করেন তিনি।

ফেনারবাচেতে মরিনিয়োর চাকরি হারানোর সঙ্গেও জড়িয়ে আছে বেনফিকার নাম। চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে পর্তুগিজ দলটির কাছে হেরে মূলপর্বে ওঠার সুযোগ হারায় তুর্কি ক্লাবটি।

অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে কারাবাখের কাছে হারের পর কোচ ব্রুনো লাজকে বরখাস্ত করে বেনফিকা। এরপরই দুই যোগের বেশি সময় পর মরিনিয়োকে ফিরিয়ে আনে ক্লাবটি।

২০০৪ সালে পর্তুগিজ ক্লাব পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে ট্রেবল জেতান মরিনিয়ো। এরপর দুদফায় চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, টটনাম হটস্পার, রোমা ফেনারবাচেতে কাজ করে নিজ দেশের কোচিং প্রত্যাবর্তন হলো ৬২ বছর বয়সী এই কোচের।

জয়ের পর সংবাদ সম্মেলনে স্পেশাল ওয়ান হিসেবে পরিচিত মরিনিয়ো বলেন, “গতকালকে আমরা ঘণ্টা দেড়েক কাজ করেছি। ফুটবলারদের আমি ধন্যবাদ জানাই তাদের পেশাদারিত্বের জন্য, ক্লাবের প্রতি তাড়নার জন্য। পাশাপাশি তারা আমাকে যেভাবে স্বাগত জানিয়েছে, সেটির জন্য। আমরা যেভাবে কাজ করেছি, তারা সেটিকে দারুণভাবে আলিঙ্গন করে নিয়েছে। এইটুকুই।

নিজেদের আরও ঝালিয়ে নেওয়ার জন্য দলকে তৈরি থাকতে বলেছেন জানিয়ে মরিনিয়ো বলেন, ম্যাচ হেরে গেলে পয়েন্টের দিক থেকে অবশ্যই তা বিপর্যয় হতো। জেতাটা অসাধারণ কিছু হয়তো নয়। তবে সবচেয়ে ভালো এটিই করতে পারতাম। বাজে একটি পরাজয়ের পর মনস্তাত্ত্বিক দিক থেকেও জয়টা জরুরি ছিল।

খেলার পর আমি তাদেরকে বলেছি, এটি ভালো জয়, তবে অসাধারণ কিছু নয়। দ্রুত তৈরি হয়ে থেকো। কালকে সকালেই অনুশীলন আছে।

পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পর্তুগিজ লিগে বর্তমানে দুইয়ে আছে বেনফিকা। ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পোর্তো।

মন্তব্য করুন: