এবার বার্সায় চোটের তালিকায় রাফিনিয়া-গার্সিয়া

২৭ সেপ্টেম্বর ২০২৫

এবার বার্সায় চোটের তালিকায় রাফিনিয়া-গার্সিয়া

বার্সেলোনার দীর্ঘ চোটের তালিকায় যুক্ত হয়েছেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও স্প্যানিশ গোলরক্ষক জোয়ান গার্সিয়া। শুক্রবার চোটের কারণে এই দুই ফুটবলারের মাঠের বাইরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

গত বৃহস্পতিবার রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

অন্যদিকে গার্সিয়ার বাঁ হাঁটুর মেনিসকাস ছিঁড়ে গেছে, যার অস্ত্রোপচার প্রয়োজন। ফলে তিনি অন্তত চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। তরুণ এই গোলরক্ষকের মাঠে ফেরার বিষয়টি নির্ভর করছে তার পুনর্বাসনের গতির ওপর।

গত সপ্তাহে হাঁটুর অস্ত্রোপচারের পর মিডফিল্ডার গাভি প্রায় পাঁচ মাসের জন্য ছিটকে যান। মাংশপেশির চোটে মাঠের বাইরে আছেন আরেক মিডফিল্ডার ফের্মিন লোপেসও।

রাফিনিয়া ও লোপেস দুজনেরই অক্টোবরের আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। আগামী ২৬ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর আগেই তারা পুরোপুরি ফিট হতে পারেন বলে আশা করা হচ্ছে।

তবে বার্সেলোনার জন্য সুসংবাদ হলো, চোট কাটিয়ে লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বালদে শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেছেন। রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগ ম্যাচে তাদের খেলার সম্ভাবনা রয়েছে। 

গার্সিয়া চোটে পড়ায় তার জায়গায় গোলপোস্টে দেখা যেতে পারে ভয়চেক স্ট্যান্সনিকে। দলের মূল গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনও চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন। গত জুনে এস্পানিওল থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর চলতি মৌসুমে দলের সব ম্যাচে মাঠে নামেন গার্সিয়া।

বর্তমানে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে তালিকার দুই নম্বরে আছে বার্সেলোনা। সোসিয়েদাদের বিপক্ষে লিগ ম্যাচের পর আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির মুখোমুখি হবে ফ্লিকের দল।

মন্তব্য করুন: