আতলেতিকোর কাছে বেদনাদায়ক হার থেকে শিক্ষা নিতে বললেন রিয়াল কোচ

২৮ সেপ্টেম্বর ২০২৫

আতলেতিকোর কাছে বেদনাদায়ক হার থেকে শিক্ষা নিতে বললেন রিয়াল কোচ

আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে ভরাডুবির পর নিজের দলকে শিক্ষা নিতে বলেছেন রিয়াল মাদ্রিদের কোচ শাবি আলোনসো। শনিবারের এই হারকে বেদনাদায়ক আখ্যা দিয়ে এটি প্রাপ্য ছিল বলে জানিয়েছেন তিনি।

লা লিগায় চলতি মৌসুমে টানা ছয় ম্যাচ জেতা রিয়ালের এটি প্রথম হার। ৭৫ বছরের মধ্যে প্রথমবার নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে পাঁচ গোল হজম করেছে রিয়াল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলোনসো জানান, তার দল নিজেদের মান বজায় রাখতে পারেনি।

“আমরা ভালোভাবে শুরু করতে পারিনি। কিন্তু বিষয়টা এখানেই শেষ নয়। আমাদের এ থেকে শিক্ষা নিতে হবে। এই হারটা আমাদের প্রাপ্য ছিল... আমরা পিছিয়ে ছিলাম। এটা এমন এক পরাজয় যা বেদনাদায়ক।

তবে এই লজ্জাজনক ফলকে ভবিষ্যতের জন্য ইতিবাচক দিক দেখা রিয়াল কোচ বলেন, “হয়তো এটা ভবিষ্যতের জন্য উপকারী হবে। আমরা বল দখল, জায়গা তৈরি বা লড়াই কোনো দিকেই ভালো ছিলাম না। আমরা অনেকটা পরাজিত মানসিকতায় খেলেছি। খেলাটা সেভাবে হয়নি। সামগ্রিকভাবে বাজে ম্যাচ, প্রাপ্য হার।

“ব্যাখ্যাটা হলো, আমরা আমাদের স্বাভাবিক মানে খেলিনি। এটা অবশ্যই কষ্টের, কিন্তু এই কষ্টটাকেই ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে। আমরা তীব্রতা আর মনোযোগে ঘাটতি রেখেছি। কীভাবে এটা কাটানো যায়, সেটা ভেবে দেখতে হবে। পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবায়নে ঘাটতি ছিল। প্রতিযোগিতার তীব্রতা কম ছিল, যা এই স্তরের ম্যাচে, এমন প্রতিপক্ষের বিপক্ষে চলবে না। এটা বাড়াতে হবে।

গত মে মাসে কার্লো আনচেলোত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর রিয়ালের কোচের দায়িত্বে আসেন আলোনসো। সমর্থকদের উদ্দেশে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অগ্রগতি আর উন্নয়নের পথে কঠিন দিন আসবেই। আসল ব্যাপার হলো আমরা কীভাবে প্রতিক্রিয়া দেখাই। আমরা এখনও উন্নয়নের পথে আছি।

সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনা। ঐতিহাসিক এই জয়ের পর ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আতলেতিকো।

মন্তব্য করুন: