না হয় এশিয়া কাপ বিবেচনায় এই ম্যাচ থেকে বাংলাদেশের পাওয়ার কিছু ছিল না। তবু প্রতিপক্ষ ভারত বলে কথা! তাঁদের বিপক্ষে জয়টা নিঃসন্দেহে দারুণ অর্জন। ৬ রানের এই শ্বাসরুদ্ধকর জয়ে টার্নিং পয়েন্ট কোনটি? আপনি শুভমান গিলের আউটের কথা বলবেন তো? কিংবা মুস্তাফিজুর রহমানের সেই ওভার? আমার টার্নিং পয়েন্ট তা নয়। তাহলে কোনটি? নট আউট নোমান-এর সঙ্গে আপনার টার্নিং পয়েন্ট মিলিয়ে দেখতে পারেন।
মন্তব্য করুন: