সাকিব আল হাসানের সাক্ষাৎকারটি নিশ্চয়ই দেখেছেন। সেখানে সাকিব সত্য বলেছেন কতটা? আমার কাছে মনে হয়, সত্যের চেয়ে অর্ধসত্য বেশি। সত্যের চেয়ে মিথ্যা বেশি। বিশেষত তামিম ইকবালকে নিয়ে বলা কথাগুলোয়। সেখানে নিজের কথায় নিজেই তো আটকে গেছেন সাকিব। কিভাবে? আর তামিমকে বিশ্বকাপ থেকে বাদ দেবার আনন্দ কি লুকাতে পেরেছেন সাকিব? এ কথাও-বা বলছি কেন? নট আউট নোমান-এ সেসব কিছু নিয়ে আলোচনা।
মন্তব্য করুন: