টানা তৃতীয়বারের মতো ২০০ মিটারের বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের লাইলস

২৬ আগস্ট ২০২৩

টানা তৃতীয়বারের মতো ২০০ মিটারের বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের লাইলস

টোকিও অলিম্পিকে না পারলেও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ছেলেদের ২০০ মিটারে আবারও সবাইকে ছাড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্রের নোয়া লাইলস। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্ব আসরে ২০০ মিটারে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন ২৬ বছর বয়সী এই মার্কিন গতি তারকা।

শুক্রবার রাতে হাঙ্গেরির বুদাপেস্টে ২০০ মিটার ফাইনালে ১৯.৫২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জয় করেন লাইলস। রৌপ্য জয় করা তারই স্বদেশী এরিওন নাইটন সময় নেন ১৯.৭৫ সেকেন্ড। ১৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পান বতসোয়ানার লেটসিলে টেবোগো।

২০১৫ সালে উসাইন বোল্টের পর প্রথম কোনো অ্যাথলেট হিসেবে একই আসরে ১০০ ও ২০০ মিটারে স্বর্ণ জিতলেন লাইলস।

অন্যদিকে রাতের আরেক ফাইনালে মেয়েদের ২০০ মিটারে চ্যাম্পিয়নশিপ রেকর্ড ২১.৪১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন জ্যামাইকার শেরিকা জ্যাকসন।

মেয়েদের ১০০ মিটারে স্বর্ণ হাত ছাড়া করলেও এদিন ঠিকই নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন জ্যাকসন। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের গ্যাবি টমাস ২১.৮১ সেকেন্ডে দৌড় শেষ করেন। ১০০ মিটারে স্বর্ণ জেতা শাকারি রিচার্ডসন এদিন ২১.৯২ সেকেন্ডে ব্রোঞ্জ জেতেন।

মেয়েদের ২০০ মিটারে স্বর্ণ জিতেছেন জ্যামাইকার শেরিকা জ্যাকসনশুক্রবার বিকালের সেশনের প্রথম ফাইনালে মেয়েদের ট্রিপল জাম্পে স্বর্ণ জেতেন ভেনিজুয়েলার জুলিমার রোহাস। নিজের শেষ জাম্পে ১৫.০৮ মিটার অতিক্রম করে টানা চতুর্থবারের মতো বিশ্বসেরা হন বিশ্ব রেকর্ডধারী ও অলিম্পিক চ্যাম্পিয়ন এই অ্যাথলেট।

বর্শা নিক্ষেপে ৬৬.৭৩ মিটার দূরে ছুঁড়ে স্বর্ণপদক জেতেন জাপানের হারুকা কিতাগুচি।

এদিকে শনিবার সকালের তপ্ত গরমে দিনের প্রথম ফাইনালে মেয়েদের ম্যারাথনে স্বর্ণ জিতেছেন ইথিওপিয়ার আমানে বেরিসো। গতবারের চ্যাম্পিয়ন স্বদেশী গতিটম গেব্রেসলেসকে পেছনে ফেলতে তিনি সময় নেন ২ ঘণ্টা ২৪ মিনিট ২৩ সেকেন্ড। ২ ঘণ্টা ২৪ মিনিট ৩৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন গেব্রেসলেস।

সপ্তম দিন শেষে ৮ স্বর্ণসহ ২৩ পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৪ স্বর্ণ নিয়ে দুই নম্বরে আছে স্পেন।

মন্তব্য করুন: