ইউএস ওপেন ফাইনালে জোকোভিচ-মেদভেদেভ
৯ সেপ্টেম্বর ২০২৩

বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাসকে হারিয়ে ইউএস ওপেনের ছেলেদের ফাইনালে উঠেছেন রাশিয়ার দানিল মেদভেদেভ।
স্প্যানিশ শীর্ষ বাছাই আলকারাসকে ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৩ সেটে হারিয়ে উইম্বলডন ফাইনালের পুনরাবৃত্তি ঠেকান মেদভেদেভ। ২০২৩ উইম্বলডন ফাইনালে জোকোভিচ এবং আলকারাস মুখোমুখি হয়েছিলেন।
অন্য সেমি-ফাইনালে জোকোভিচ যুক্তরাষ্ট্রের বেন শেল্টনকে সরাসরি সেটে হারান। এর ফলে সার্বিয়ান টেনিস তারকা মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম শিরোপার জেতার রেকর্ড ছোঁয়ার আরো কাছকাছি চলে এসেছেন।
ছেলেদের এককের ফাইনাল নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত হবে।
নারীদের এককে যুক্তরাষ্ট্রের কোকো গাউফ তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে লড়বেন বেলারুশের আরিনা সাবালেঙ্কার বিপক্ষে।
মন্তব্য করুন: