পোল ভল্টে আবার রেকর্ড ভাঙলেন সুইডেনের দুপ্লান্তিস
১৮ সেপ্টেম্বর ২০২৩

রেকর্ড ভাঙার বিষয়টিকে যেন এক প্রকার নিত্যনৈমিত্তিক কাজে পরিণত করেছেন আরমান্দ দুপ্লান্তিস।
রোববার ইউজিনে ডায়মন্ড লিগ ফাইনালে পোল ভল্টে ৬.২৩ মিটার উচ্চতা অতিক্রম করে নিজের রেকর্ড আবার ভেঙেছেন সুইডিশ এই অ্যাথলেট।
টানা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নের এটি ছিল সপ্তম বিশ্ব রেকর্ড। গত ফেব্রুয়ারিতে ফ্রান্সে ৬.২২ মিটার উচ্চতা অতিক্রম করে আগের রেকর্ডটি করেছিলেন আরমান্দ।
২০২৪ সালের প্যারিস অলিম্পিকে দুপ্লান্তিস অ্যাথলেটিক্সের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হবেন বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন: