হৃদয়ের সেঞ্চুরিতে জয় দিয়ে লিগ পর্ব শেষ করল রংপুর
১৮ জানুয়ারি ২০২৬
বিপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ে নোয়াখালী এক্সপ্রেসকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন হাসান ইসাখিল। কিন্তু তাওহিদ হৃদয়ের ঝড়ো সেঞ্চুরিতে ৮ উইকেটের জয়ে লিগ পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ২ উইকেটে ১৭৩ রান তুলেছিল নোয়াখালী। জবাবে ২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় লিটন দাসের দল।
বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে হৃদয় করেন ১০৯ রান। ওপেনিংয়ে নেমে তার ৬৩ বলের ইনিংসটি সাজান ১৫ চার ও ২ ছক্কায়।
এবারের আসরে বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ব্যাটারদের মধ্যে হাতেগোনা যে কয়জন ছন্দে আছেন তাদের মধ্যে হৃদয় অন্যতম। গত ম্যাচে হাঁকিয়েছিলেন ফিফটি। এর আগে ৯৭ রানের অপরাজিত ইনিংসও খেলেন তিনি। জাতীয় দলে সাধারণত মিডল-অর্ডারে খেলা এই ব্যাটারের এই দুই ইনিংসটিও আসে ওপেনিং থেকে।
লক্ষ্য তাড়ায় ডাভিড মালানের সঙ্গে ৮ ওভারে ৭৮ রানের উদ্বোধনী জুটিতে দলের জয়ের ভিত গড়ে দেন হৃদয়। এই জুটিতে মালানের অবদান ১৫ রান। ঝড়ো ব্যাটিংয়ে ২৭ বলে ৭ চার ও এক ছক্কায় ফিফটি হাঁকান হৃদয়। এরপর তিন অঙ্ক স্পর্শ করেন ৫৭ বলে।
টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা না দেখাতে পারা লিটন অপরাজিত থাকেন ৩৫ বলে ৩৯ রানে।
এর আগে ৭০ বলে ১৯ বছর ১৭৪ দিন বয়সে টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান ইসাখিল। বিপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতক হাঁকানোর আগের রেকর্ড ছিল আহমেদ শেহজাদের। পাকিস্তানের এই ব্যাটার ২০ বছর ৯৭ দিন বয়সে বিপিএলে সেঞ্চুরি করেছিলেন।
রেকর্ড গড়া সেঞ্চুরিতে ইসাখিল ৭২ বলে ১১ ছক্কা ও ৪ চারে অপরাজিত থাকেন ১০৭ রানে।
১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করল রংপুর। অন্যদিকে নিজেদের অভিষেক আসরে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রইল নোয়াখালী।















মন্তব্য করুন: