...২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের ম্যাচ শেষে জোকোভিচ প্রসঙ্গে তার কোচ গোরান ইভানিসেভিচ
সারা বছর ধরে পরিশ্রম করে নোভাক। তার মতো পরিশ্রম করতে আমি কাউকে দেখিনি। এ কারণেই সে টেনিসের সর্বোচ্চ পর্যায়ে এখনো সাফল্য পাচ্ছে ▷ ১১ সেপ্টেম্বর ২০২৩ মন্তব্য করুন: আরো পড়ুন এখনকার যে বাস্তব পরিস্থিতি আছে, আমি এই বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করব। একদিন পরেও না ▷ আমি অবশ্যই বিসিবি থেকে পদত্যাগ করিনি এবং ছোট ভাই তামিম ইকবালের সঙ্গে যা ঘটছে, তার সঙ্গে আমার এই কাজের কোনো সম্পর্ক নেই ▷ আমার কাছে মনে হচ্ছে, আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে ইচ্ছা করে ▷ প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে ▷
মন্তব্য করুন: