অ্যাশেজে আর দেখা যাবে না কামিন্স-লায়নকে

২৩ ডিসেম্বর ২০২৫

অ্যাশেজে আর দেখা যাবে না কামিন্স-লায়নকে

ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিলেন প্যাট কামিন্স। শেষ পর্যন্ত সেটিই সত্যিই হলো। ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্ন টেস্টের অস্ট্রেলিয়া দলে নেই তিনি। শুধু তাই নয়, চলতি অ্যাশেজ সিরিজে আর দেখা যাবে না ডানহাতি এই পেসারকে। এছাড়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়ন।

আগামী শুক্রবার মেলবোর্নে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। কামিন্সের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার জাই রিচার্ডসন। আর লায়নের জায়গায় দল এসেছেন স্পিনার টড মার্ফি।

পিঠের নিচের অংশের চোট কাটিয়ে সাড়ে পাঁচ মাস পর অ্যাডিলেইড টেস্ট দিয়ে মাঠে নামেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক কামিন্স। দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন তিনি।

৮২ রানের জয়ে সিরিজ নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে ৩২ বছর বয়সী এই ক্রিকেটার জানান, অ্যাশেজ নিজেদের করে নেওয়ার কাজ শেষ হয়ে যাওয়ায় মেলবোর্নে তিনি নাও খেলতে পারেন। এমনকি সিরিজের বাকি অংশে খেলার বিষয় নিয়ে অনিশ্চয়তার কথা জানান তিনি।

দল ঘোষণার কয়েক ঘণ্টা পর সংবাদ সম্মেলনে চলতি সিরিজে কামিন্সের আর অংশগ্রহণ না করার বিষয়টি নিশ্চিত করে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘সে ভালো করেছে। সে এই সিরিজে আর খেলবে না। তার ফেরা ঘিরে আমরা অনেক আগেই এই আলোচনা করেছিলাম।

আমরা কিছু ঝুঁকি নিয়েছিলাম। এখন আমরা সিরিজ জিতেছি, আর এটাই ছিল লক্ষ্য। তাকে আবার ঝুঁকিতে ফেলে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে ঠেলে দিতে আমরা চাই না। প্যাট নিজেও এতে সন্তুষ্ট।

অ্যাডিলেইড টেস্টের শেষ দিন ফিল্ডিংয়ের সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন লায়ন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, অস্ত্রোপচার করাতে হবে ৩৮ বছর বয়সী এই স্পিনারের। ফলে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।

মেলবোর্নে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলতে পারেন মার্ফিলায়নের বদলে দলে আসা মার্ফি এখন পর্যন্ত সাত টেস্ট খেলে উইকেট নিয়েছেন ২২টি। ভারতের বিপক্ষে নাগপুরে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অভিষেক টেস্টে ইনিংসে উইকেট নিয়েছিলেন এই অফ স্পিনার। জাতীয় দলের জার্সিতে সবশেষ চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে গলে খেলেছিলেন তিনি।

অন্যদিকে এখন পর্যন্ত তিন টেস্ট খেলা ডানহাতি পেসার রিচার্ডসন জাতীয় দলের হয়ে সবশেষ সাদা পোশাকে খেলেছিলেন ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে, অ্যাডিলেইডে। ডানহাতি পেসে ম্যাচের দ্বিতীয় ইনিংসে উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছিলেন তিনি।

কামিন্স না থাকায় সিরিজের শেষ দুই টেস্টেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন প্রথম দুই ম্যাচের অধিনায়ক স্টিভ স্মিথ। অসুস্থতাজনিত কারণে অ্যাডিলেইড টেস্টে খেলতে পারেননি এই তারকা ব্যাটার।

মেলবোর্ন টেস্টের অস্ট্রেলিয়া দল:

স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, টড মার্ফি, মাইকেল নিসার, জাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেইক ওয়েদারল্ড, বোউ ওয়েবস্টার

মন্তব্য করুন: