...অল্প সময়ের মধ্যে দুটি ম্যাচ খেলা নিয়ে ম্যাচ শেষে উপস্থাপক সঞ্জয় মাঞ্জরেকারকে বিরাট কোহলি
আমার ১৫ বছরের ক্যারিয়ারে এমন কিছু আমি এই প্রথম করছি। ভাগ্যক্রমে আমরা টেস্ট খেলোয়াড়। তাই আমরা জানি, পরের দিন কীভাবে ফিরে আসতে হয় এবং খেলতে ▷ ১২ সেপ্টেম্বর ২০২৩ মন্তব্য করুন: আরো পড়ুন ভালো ক্রিকেট খেললেই হবে না, স্মার্ট ক্রিকেট খেলতে হবে। স্মার্ট ক্রিকেট খেললে অনেক কিছুই সম্ভব ▷ আমার বিশ্বাস ছিল, কলম্বোর উইকেটের জন্য ওর বোলিংটা উপযুক্ত হবে।… এই ম্যাচে আমার পরিকল্পনাই ছিল, আর কেউ খেলুক না খেলুক, মাহেদী খেলবে ▷ হয়তো শেষের ১৫ মিনিট বাজে খেলাটা আমাদের জন্য ভালোই হয়েছে। এসব থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং পরেরবার আরও অনেক সতর্ক থাকতে হবে ▷ ওরা খুব ভালো খেলছিল আর আমাদের তখন উইকেট দরকার ছিল। আমি তানভীরকে বলেছি আমাদের উইকেট দরকার, ইতিবাচক থাকে যেন। এ ছাড়া আমরা জিততে পারব না ▷
মন্তব্য করুন: