...অল্প সময়ের মধ্যে দুটি ম্যাচ খেলা নিয়ে ম্যাচ শেষে উপস্থাপক সঞ্জয় মাঞ্জরেকারকে বিরাট কোহলি
আমার ১৫ বছরের ক্যারিয়ারে এমন কিছু আমি এই প্রথম করছি। ভাগ্যক্রমে আমরা টেস্ট খেলোয়াড়। তাই আমরা জানি, পরের দিন কীভাবে ফিরে আসতে হয় এবং খেলতে ▷ ১২ সেপ্টেম্বর ২০২৩ মন্তব্য করুন: আরো পড়ুন আজ আমাদের নারী ক্রিকেট দল কিছু সত্যিই অসাধারণ করে দেখিয়েছে। তারা দেশের অগণিত ছোট ছোট মেয়েদের অনুপ্রাণিত করেছে যে, একদিন তারাও সেই ট্রফিটা উঁচিয়ে ধরতে পারবে ▷ এখনও বিশ্বাস করতে পারছি না। ক্রিকেট মাঠে আমি কখনও এতটা আবেগপ্রবণ হইনি, কিন্তু আজকের রাতটা অবিশ্বাস্য। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা এখনও প্রসেস করতে পারছি না ▷ বাংলাদেশ সত্যিই ভালো খেলেছে, তাদেরকে কুর্নিশ। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে তাদের স্কিলের জবাব দিতে পারিনি আমরা। জয় তাদেরই প্রাপ্য ▷ এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, তারা কীভাবে কাকে চিন্তা করছে। যেহেতু আমি ওয়ানডে অধিনায়কত্ব করছি, যদি এরকম আসে তাদের সঙ্গে আমি আলোচনা করব ▷
মন্তব্য করুন: