নোয়াখালীকে গুঁড়িয়ে রাজশাহীর দ্বিতীয় জয়
২৯ ডিসেম্বর ২০২৫
পেসারদের নৈপুণ্যে নোয়াখালী এক্সপ্রেসকে অল্পতেই আটকে রেখেছিল রাজশাহী ওয়ারিয়র্স। ছোট লক্ষ্য তাড়ায় দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও বিপদে পড়তে হয়নি তাদের। ৬ উইকেটের জয়ে এবারের বিপিএলে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে ১২৪ রান তুলতে পারে নোয়াখালী। জবাবে ১৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রাজশাহী।
তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন শান্তর দল। অন্যদিকে তিন ম্যাচের সবকটিতেই হারল টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী।
টস হেরে ব্যাটিংয়ে নামা নোয়াখালী পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে তোলে ৪২ রান। এরপর তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডলের পেস তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। সঙ্গে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাঝের ওভারগুলোতে দ্রুত রান তুলতেও হিমশিম খায় দলটি।
ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক হায়দার আলী। ৬ রান করা জাকের আলীকে ফেরান তানজিম। ডানহাতি এই পেসার নেন ২ উইকেট। ৪ ওভারে এক মেডেন দিয়ে ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রিপন।
লক্ষ্য তাড়ায় দ্বিতীয় বলেই সাহিবজাদা ফারহানকে (২) হারায় রাজশাহী। পাকিস্তানের এই ওপেনারকে বোল্ড করেন হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও অধিনায়ক শান্তর আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের ভিত পায় দলটি। সপ্তম ওভারে শান্তকে (২৪) ফিরিয়ে ৩৮ বলে ৬৫ রানের এই জুটি ভাঙেন রেজাউর রহমান রাজা। পরের দুই ওভারে সাজঘরের পথ দেখেন হুসেইন তালাত (৩) ও তানজিদ (২৯)।
৬ রানের ভেতর এই তিন ব্যাটারকে হারিয়ে চাপে থাকা দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী। তাদের দৃঢ়তায় ১৭.৫ ওভারে জয় পায় রাজশাহী। মুশফিক ২৮ ও ইয়াসির ২৩ রানে অপরাজিত থাকেন।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: