রোনালদোর জোড়া গোলে আল-নাসেরের রেকর্ড জয়
২৮ ডিসেম্বর ২০২৫
ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগে তার দল আল-নাসের এমন এক কীর্তি গড়েছে যা আগে কেউই করতে পারেনি। টুর্নামেন্টের ইতিহাসের প্রথম দল হিসেবে মৌসুমের প্রথম ১০ ম্যাচেই জয়ের রেকর্ড গড়েছে তারা।
আরব কাপের বিরতির পর শনিবার ঘরের মাঠে ধুঁকতে থাকা আল আখদুদকে ৩-০ গোলে হারায় আল-নাসের। টানা ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে তারা।
৩১তম মিনিটে কাছ থেকে হেডে দলকে এগিয়ে দেন রোনালদো পর্তুগিজ মহাতারকা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যাকহিলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
চলতি মৌসুমে লিগে রোনালদোর গোল সংখ্যা এখন ১২টি। লিগে মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। শীর্ষে থাকা তারই স্বদেশি ও সতীর্থ জোয়াও ফেলিক্স ম্যাচের যোগ করা সময়ে দলের তৃতীয় গোলটি করেন।
এর আগে সৌদি প্রো লিগে মৌসুমের শুরুতে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড ছিল আল-হিলালের। ২০১৮-১৯ মৌসুমে আল-নাসেরের বর্তমান কোচ জোর্জ জেসুসের অধীনে এই কীর্তি গড়েছিল দলটি।
৬৫তম মিনিটে রোনালদো একটি বল জালেও জড়ান। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হওয়ায় তার হ্যাটট্রিকটি হয়নি। ১ হাজার গোলের পথে ছুটে চলা ৪০ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৫৬টি। চলতি বছরে সব মিলিয়ে তিনি ৪০টি গোল করলেন।















মন্তব্য করুন: