মেলবোর্ন টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং দিল আইসিসি
২৯ ডিসেম্বর ২০২৫
দুই দিনে শেষ হয়ে যাওয়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার মেলবোর্ন টেস্টের পিচকে অসন্তোষজনক রেটিং দিয়েছে আইসিসি। ফলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
সোমবার এমসিজির পিচের এই রেটিং দেন ম্যাচ রেফারি জেফ ক্রো। আইসিসির চার স্তরের পিচ-রেটিং সিস্টেমের তৃতীয় স্তরের রেটিং হলো অসন্তোষজনক।
“এমসিজির পিচ বোলারদেরকে অতিরিক্ত সুবিধা দিয়েছে। প্রথম দিন ২০ উইকেটের পতনের পর দ্বিতীয় দিন পড়েছে ১৬টি। কোনো ব্যাটার ফিফটিরও দেখা পাননি। তাই নীতিমালা অনুযায়ী পিচটি ‘অসন্তোষজনক’ ছিল এবং ভেন্যুটি একটি ডিমেরিট পয়েন্ট পাবে।”
এই ম্যাচের আগে এমসিজিতে অনুষ্ঠিত সবশেষ তিন টেস্টের পিচ সর্বোচ্চ ‘খুব ভালো’ রেটিং পেয়েছিল।
গত শুক্রবার শুরু হওয়া অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনের পিচে ১০ মিলিমিটার ঘাস ছিল। পিচে বাড়তি সুবিধা থাকায় পেসাররাও দাপট দেখিয়েছেন, সঙ্গে ছিল ব্যাটারদের বাজে শট খেলার প্রবণতাও। সব মিলিয়ে টস হেরে ব্যাটিং নামা অস্ট্রেলিয়া অলআউট হয় ১৫২ রানে। এরপর সেদিনের শেষ সেশনে ১১০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
দ্বিতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ১৩২ রানে অলআউট হয়ে যাওয়ায় ১৭৫ রানের লক্ষ্য পায় ইংলিশরা। সেই লক্ষ্য তাড়া করতে ৬ উইকেট হারায় সফরকারীরা। পুরো ম্যাচে সর্বোচ্চ ৪৬ রানের ব্যক্তিগত ইনিংসটি ছিল অজি ওপেনার ট্র্যাভিস হেডের।
৪ উইকেটের জয়ে ২০১১ সালের জানুয়ারির পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতে ইংল্যান্ড। প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল অজিরা।
এই নিয়ে চলতি অ্যাশেজে দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট দুই দিনের ভেতর শেষ হলো। এর আগে পার্থে অনুষ্ঠিত দুই দিনে শেষ হওয়া প্রথম টেস্টে ৮ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। তবে সেই ম্যাচের পিচকে ‘খুব ভালো’ রেটিং দিয়েছিল আইসিসি।
আগামী রোববার সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।















মন্তব্য করুন: