সিটি-আর্সেনাল-লিভারপুলের জয়ের দিনে চেলসির হার

২৮ ডিসেম্বর ২০২৫

সিটি-আর্সেনাল-লিভারপুলের জয়ের দিনে চেলসির হার

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল লিভারপুলের জয়ের দিনে হেরে গেছে চেলসি।

শনিবার ঘরের মাঠে এগিয়ে গিয়েও অ্যাস্টন ভিলার কাছে - গোলে হারে চেলসি। এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা আট ম্যাচ জিতল ভিলা।

৩৭তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। সমতায় ফিরতে ভিলাকে অপেক্ষা করতে হয় ৬৩তম মিনিট পর্যন্ত। বদলি হিসেবে নেমে গোল করেন অলি ওয়াটকিন্স। ৮৪তম মিনিটে দলের জয়সূচক গোলটিও করেন এই ইংলিশ ফরোয়ার্ড।

এর আগে দিনের প্রথম ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মাঠে - গোলের জয় পায় সিটি।সিটির দুটি গোলেই অবদান রাখেন রায়ান শের্কি

শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা সিটিকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪৮তম মিনিট পর্যন্ত। রায়ান শের্কির বাড়ানো বলে সিটিকে এগিয়ে দেন ডাচ মিডফিল্ডার টিয়ানি রাইন্ডার্স। এর মিনিট ছয়েক পর সমতায় ফেরে স্বাগতিকরা। ৮৩তম মিনিটে সিটিকে এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার শের্কি।

অন্য ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটনকে - গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলা স্বাগতিকদের ১৪তম মিনিটে এগিয়ে দেন নরওয়েজিয়ান মিডফিল্ডার মার্তিন ওদেগার্দ। ৫২তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

টানা তৃতীয় জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল৬৪তম মিনিটে ব্রাইটনের হয়ে ব্যবধান কমান প্যারাগুয়ের মিডফিল্ডার দিয়েগো গোমেস। এরপর তারা সমতায় ফেরার কয়েকটি সুযোগ পেলেও গোলরক্ষক দাভিদ রায়ার নৈপুণ্যে তা আর হয়নি।

অপর ম্যাচে অ্যানফিল্ডে উলভারহ্যাম্পটনের বিপক্ষে - গোলের জয় পায় লিভারপুল। লিগে টানা পাঁচ ম্যাচ জিতে মৌসুম শুরু করা বর্তমান চ্যাম্পিয়নরা মাঝে খেই হারিয়ে ফেলেছিল। এরপর এবারই প্রথম টানা তিন ম্যাচে জয়ের স্বাদ পেল তারা।

প্রিমিয়ার লিগে ১৭তম ম্যাচে এসে লিভারপুলের হয়ে প্রথম গোলের দেখা পেলেন ফ্লোরিয়ান ভির্টজএই ম্যাচ দিয়ে লিভারপুলের জার্সিতে প্রথম গোলের দেখা পান জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ। বায়ার লেভারকুজেনে দুর্দান্ত সময় কাটানো ২২ বছর বয়সী এই ফুটবলারকে চলতি মৌসুমের শুরুতে ১০ কোটি পাউন্ডে দলে নেয় অলরেডরা।

ম্যাচের ৪১তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন রায়ান গ্রাভেনবার্খ। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ভির্টজ। লিভারপুলের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩তম ম্যাচে প্রথম গোল করেন তিনি। বিরতির পর ষষ্ঠ মিনিটে এক গোল শোধ দেয় উলভারহ্যাম্পটন।

১৮ ম্যাচে ১৩ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আর্সেনাল। পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। ১২ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিলা। চারে থাকা লিভারপুলের পয়েন্ট ৩২, জয় ১০টি।

আট জয়ে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে চেলসি। শুক্রবার নিউক্যাসলকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড সমান পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add