বিপিএলে স্থগিত হওয়া ম্যাচগুলো হবে রোববার
৩১ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে স্থগিত করা বিপিএলের মঙ্গলবারের ম্যাচগুলো বুধবার অনুষ্ঠিত হওয়ার বিষয়টি টুর্নামেন্টের অফিসিয়াল ফেইসবুক পেইজে জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত বাতিল করে পরবর্তীতে বিসিবি জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী রোববার।
মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। এর কয়েক ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সেদিন সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দুটি স্থগিতের বিষয়টি জানায়।
খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের তরফ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এই কারণে মঙ্গলবার রাতে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়া ম্যাচ দুটি বুধবার আয়োজন না করার সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া ম্যাচ দুটির পরিবর্তিত সূচি জানিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগে যে মেমো দেওয়া হয়েছিল, তা বাতিল করার কথা বলা হয়।
আগামী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ও শুক্রবারের ম্যাচগুলোর সূচি আগের মতোই থাকবে।
এবারের আসরের সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল শুক্রবারই। অন্যদিকে চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার কথা ছিল সোমবার। কিন্তু সিলেট পর্ব এখন রোববার শেষ হওয়ায় তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। বিসিবি জানায়, পরিবর্তিত নতুন সূচি পরে জানানো হবে।















মন্তব্য করুন: