সাকিবের পর ২য় বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের
২ জানুয়ারি ২০২৬
সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে ৪০০ উইকেট নেওয়ার মাইলফলকে পৌঁছেছেন মুস্তাফিজুর রহমান।
বিশ্বের একাদশ ক্রিকেটার হিসেবে ৪০০ উইকেট পেলেন বাঁহাতি এই পেসার।
বিপিএলে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নামার আগে স্বীকৃত টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৩৯৯ উইকেট ছিল মুস্তাফিজের। সিলেট টাইটান্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে নিজের ৪০০তম শিকার ধরেন তিনি। ম্যাচে ৪ ওভারে ২৪ দিয়ে মোট ৩ উইকেট নেন বাঁহাতি এই পেসার।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম টি-টুয়েন্টি খেলা মুস্তাফিজের এই মাইলফলক স্পর্শ করতে লেগেছে ৩১৩ ইনিংস। তার উইকেট সংখ্যা এখন ৪০২টি, গড় ২০ দশমিক ০৯। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ১০ রানে ৬ উইকেট। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন চারবার।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১৫৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন মুস্তাফিজ। বিপিএল তার শিকার ১১১ উইকেট। আর আইপিএলে নিয়েছেন ৬৫ উইকেট।
৪৬০ ইনিংসে সাকিবের উইকেট সংখ্যা ৫০৭টি।
টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনার ৫০২ ইনিংসে নিয়েছেন ৬৮৫ উইকেট। দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর উইকেট সংখ্যা ৬৩১টি। তিনে থাকা সুনীল নারাইনের উইকেট ৬০৮টি। আন্দ্রে রাসেলের সঙ্গে যৌথভাবে তালিকার পঞ্চম স্থানে আছেন সাকিব।















মন্তব্য করুন: