অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে থাকছেন চোটে পড়া কামিন্স-হ্যাজেলউড

২৯ ডিসেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে থাকছেন চোটে পড়া কামিন্স-হ্যাজেলউড

অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে থাকা দুই পেসার জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সকে রাখা হবে বলে জানিয়েছেন হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

হ্যাজেলউড অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দলের নিয়মিত মুখ হলেও এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে গত দেড় বছরে কোনো ম্যাচ খেলেননি কামিন্স।

বিশ্বকাপের জন্য অংশগ্রহণকারী সবগুলো দেশকে আগামী শুক্রবারের মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে। তবে ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই এই স্কোয়াডে পরিবর্তন আনা যাবে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বাদশ আসর। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ফলে চোটের কারণে বাইরে থাকা ক্রিকেটাররা সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় পাবেন। তবে বিশ্বকাপের কাছাকাছি গিয়ে সবার অবস্থা বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ম্যাকডোনাল্ড।

২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে আর মাঠে নামেননি কামিন্স। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে পিঠের চোটে পড়ার পর চলতি অ্যাশেজের অ্যাডিলেইড টেস্ট দিয়ে সাড়ে পাঁচ মাস পর মাঠে ফিরেছিলেন তিনি। ডানহাতি পেসে ৬ উইকেট নিয়ে দলের সিরিজ নিশ্চিত করতে ভূমিকা রাখেন। অস্ট্রেলিয়ার সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় তাকে নিয়ে আর বাড়তি ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। বিশ্রাম দেওয়া হয় সিরিজের শেষ দুই টেস্ট থেকে।

সোমবার এক সংবাদ সম্মেলনে ম্যাকডোনাল্ড জানান, জানুয়ারির শেষ দিকে আরেকটি স্ক্যানের পর কামিন্সকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আমার মনে হয়, চার সপ্তাহ পর প্যাটের আরেকটি স্ক্যান করানো হবে। তখনই আমরা বুঝতে পারব যে, সে বিশ্বকাপে থাকবে কি না। ১৫ জনের স্কোয়াডে তাকে রাখা হবে। এরপর সময় হলে আমরা বুঝতে পারব সে কোন অবস্থায় আছে।

দুদফা চোটে পড়ায় পুরো অ্যাশেজ থেকেই ছিটকে যাওয়া হ্যাজেলউড চলতি বছর টি-টুয়েন্টিতে আছেন দুর্দান্ত ছন্দে। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবশেষ টি-টুয়েন্টি সিরিজে নিজের খেলা শেষ ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ডানহাতি এই পেসার। বিশ্বকাপে তাকে পুরো ফিট অবস্থায় পাওয়ার প্রত্যাশা অস্ট্রেলিয়া কোচের।

জশ বোলিংয়ে ফিরছে। সম্ভাব্য সময়ের মধ্যেই সে উপযুক্ত অবস্থায় থাকবে বলে মনে হচ্ছে।

পার্থ স্কর্চার্সের বিপক্ষে গত শুক্রবার ৪২ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন টিম ডেভিডগত শুক্রবার হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন দুর্দান্ত ছন্দে থাকা টিম ডেভিড। বিশ্বকাপে খেলা নিয়ে কামিন্স ও হ্যাজেলউডের চেয়ে শঙ্কা বেশি বিস্ফোরক এই ব্যাটারকে নিয়ে।

স্ক্যানের পর জানা যায়, চলতি বিগ ব্যাশে আর খেলতে পারবেন না ডেভিড। বিশ্বকাপে মিডল-অর্ডার এই ব্যাটারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ম্যাকডোনাল্ড।

আমার ধারণা, যে সময়টুকু আছে, এটা ওর জন্য যথেষ্ট হবে। চোট যে ধরনেরই হোক, ওকে পাওয়া যাবে বলে মনে করি।

চোট ছাড়াও চলমান বিগ ব্যাশের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিশ্বকাপের দলে পরিবর্তন আসতে পারে বলে জানান অজি কোচ।

বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতি হিসেবে জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

মন্তব্য করুন: