চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএলের কোনো ম্যাচ

৩১ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএলের কোনো ম্যাচ

এবারের বিপিএলে চট্টগ্রামে কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। ম্যাচগুলো এখন সিলেটে আয়োজন করা হবে।

আগের সূচি অনুযায়ী, আগামী সোমবার থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল।

বুধবার এক বিবৃতিতে বিপিএলের দ্বাদশ আসরের পরিবর্তিত এই সূচির কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আগামী শুক্রবার সিলেট পর্ব শেষ হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হবে ১২ জানুয়ারি। এরপর দলগুলো চলে যাবে ঢাকায়। ঢাকা পর্ব শুরু হবে ১৫ তারিখ। আগের নির্ধারিত সূচি অনুযায়ী মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে সেদিনের সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দুটি স্থগিত করেছিল বিসিবি। প্রথমে ম্যাচগুলো বুধবার আয়োজনের কথা থাকলেও পরবর্তীতে তা আগামী রোববার আয়োজনের বিষয়টি জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সাংবাদিকদের বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানান, এই দুই দিন খেলা বন্ধ থাকায় আগের সূচির সঙ্গে সমন্বয় করতে চট্টগ্রাম পর্ব থেকে বিপিএল সরিয়ে আনা হয়েছে। এছাড়া দলগুলোর ভ্রমণ, লজিস্টিক্যাল বিভিন্ন সমস্যা, সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধার বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা জানান তিনি।

মন্তব্য করুন: