নাসের হুসেনের ভাবনায় যিনি হবেন ইংল্যান্ডের পরবর্তী কোচ।
সে দারুণ একজন কোচ। তার সিভির দিকে তাকালেই বুঝবেন। রব কি যদি অ্যান্ডি ফ্লাওয়ারের সিভিটা বের করে দেখে, তাহলে এর চেয়ে ভালো বিকল্প হয় না ▷ ৭ আগস্ট ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন হয়তো শেষের ১৫ মিনিট বাজে খেলাটা আমাদের জন্য ভালোই হয়েছে। এসব থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং পরেরবার আরও অনেক সতর্ক থাকতে হবে ▷ ওরা খুব ভালো খেলছিল আর আমাদের তখন উইকেট দরকার ছিল। আমি তানভীরকে বলেছি আমাদের উইকেট দরকার, ইতিবাচক থাকে যেন। এ ছাড়া আমরা জিততে পারব না ▷ আমরা ভালো খেলিনি। প্রথম ইনিংসে আমরা যেভাবে ব্যাট করেছি তা মোটেও ভালো ছিল। সেটাই আমাদের ম্যাচটি হারিয়েছে ▷ এটা আমি ব্যক্তিগত কিছু থেকে বা রাগ থেকে এটা করেছি। এটা আমি পরিষ্কার করলাম। এটা কেবল দলের ভালোর জন্যই এবং এখানে ব্যক্তিগত কিছু নেই ▷
মন্তব্য করুন: