আইপিএলের মাঝে ৮ দিনের জন্য দেশে ফিরবেন মুস্তাফিজ
১৮ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়ে এবারের আইপিএলের নিলামে দল পাওয়া মুস্তাফিজুর রহমানকে পুরো টুর্নামেন্টের জন্য পাবে না কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের মাঝে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ৮ দিনের জন্য দেশে ফিরতে হবে বাঁহাতি এই পেসারকে।
ভারতের ফ্র্যাঞ্চাইজি এই লিগের নতুন আসর আগামী ২৬ মার্চ শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত। এপ্রিল মাসে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউ জিল্যান্ড। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা থাকায় এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আর তাই ওয়ানডে সিরিজ খেলতে মুস্তাফিজকে দেশে আসতে হবে বলে জানান বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম।
বৃহস্পতিবার মিরপুরে বিসিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছিল পুরো আইপিএলের জন্য। শুধু নিউ জিল্যান্ড সিরিজে ওয়ানডে যেই তিনটা ম্যাচ থাকবে সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে।… ৮ দিনের জন্য সে ফেরত আসবে, ওডিআই সিরিজ খেলার জন্য।”
গত মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা। এর আগে নিলাম থেকে দল পাওয়া সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার ছিলেন মাশরাফি বিন মুর্তজা। ২০০৯ আইপিএলে তাকে ৬ লাখ ডলারে নিয়েছিল কলকাতা। তখনকার বাজার দর অনুযায়ী অঙ্কটা ৪ কোটি রুপির একটু ওপরে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওই বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে র্যাঙ্কিংয়ে অন্তত ৯ নম্বরে থাকতে হবে বাংলাদেশকে। সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে ধুঁকতে থাকা দল আছে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে। তাই কিউইদের বিপক্ষে সিরিজে পূর্ণ শক্তির দল খেলাতে চায় বিসিবি।
“ওয়ানডেতে আমরা জানি যে আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার ব্যাপার আছে। ওই জায়গাটাতে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা (মুস্তাফিজকে পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দিতে) পারতাম। কিন্তু আমরা সেই জায়গাটাতে নেই বলেই এই সিদ্ধান্তটা নেওয়া।”















মন্তব্য করুন: