ক্যারির সেঞ্চুরিতে প্রথম দিনে অস্ট্রেলিয়ার ৩২৬
১৭ ডিসেম্বর ২০২৫
অসুস্থতাজনিত কারণে আগের দিনের ঘোষণা করা একাদশ থেকে শেষ মুহূর্তে স্টিভেন স্মিথ বাদ পড়ায় কপাল খুলে যায় উসমান খাজার। একাদশে ফিরেই ইংল্যান্ড পেসারদের তোপ সামলে অ্যালেক্স ক্যারির সঙ্গে জুটি বেধে দলকে তিনি বাঁচান বিপর্যয়ের হাত থেকে। বাঁহাতি এই ব্যাটার তিন অঙ্কের দেখা না পেলেও ক্যারির দারুণ এক সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে তিনশ পার করেছে অস্ট্রেলিয়া।
বুধবার অ্যাডিলেইডে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ৩২৬ রান।
ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরিতে ১০৬ রানে ফেরেন ক্যারি। ঘরের মাঠে বাঁহাতি এই ব্যাটার তার ১৪৩ বলের ইনিংটি সাজান ৮ চার ও ১ ছক্কায়।
স্মিথের মাথা ঘোরা ও বমি বমি ভাবের কারণে শারীরিক ভারসাম্যহীনতার সমস্যায় একদম শেষ মুহূর্তে একাদশে ফেরা খাজা করেন ৮২ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে ভালো এনে দেন ট্র্যাভিস হেড ও জেইক ওয়েদারল্ড। কিন্তু এদিনও জুটি বড় করতে পারেননি তারা। নবম ওভারে ওয়েদারল্ডকে (১৮) ফিরিয়ে আর্চার ৩৩ রানের জুটি ভাঙার পরের ওভারে হেডকে (১০) তুলে নেন ব্রাইডন কার্স। চার নম্বরে নেমে ব্যক্তিগত ৫ রানে জীবন পান খাজা। স্লিপে তার ক্যাচ ছাড়েন হ্যারি ব্রুক। এরপর প্রথম সেশনের বাকিটা সময় কোনো বিপদ ছাড়া পার করেন মার্নাস লাবুশেন ও খাজা।
মধ্যাহ্ন ভোজের বিরতির পর প্রথম ওভারে ৩ বলের ভেতর অস্ট্রেলিয়ার সেই প্রতিরোধ গুঁড়িয়ে দেন আর্চার। ওভারের প্রথম বলে লাবুশেনকে (১৯) ফিরিয়ে ৬১ রানের জুটি ভাঙার পর চতুর্থ বলে ক্যামেরন গ্রিনকে (০) তুলে নেন এই ফাস্ট বোলার।
সেখান থেকে খাজা ও ক্যারির জুটিতে চাপ সামাল দেয় স্বাগতিকরা। জীবন পাওয়া খাজা ফিফটি তুলে নেন ৮১ বলে। তাকে ফিরিয়ে পঞ্চম উইকেটে ৯১ রানের জুটি ভাঙেন উইল জ্যাকস।
এরপর জশ ইংলিসকে নিয়ে আরেকটি অর্ধশত রানের জুটি গড়েন ক্যারি। দারুণ খেলতে থাকা ইংলিসকে (৩৩) বোল্ড করে ৫৯ রানের এই জুটি ভাঙেন জশ টাং। দলে ফেরা অধিনায়ক প্যাট কামিন্সও (১৩) ফেরেন দ্রুত।
১৩৫ বলে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটকিপার-ব্যাটার হিসেবে অ্যাশেজে সেঞ্চুরি তুলে নেন ক্যারি। অষ্টম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে গড়েন ৫০ রানের জুটি। দিনের শেষ দিকে জ্যাকসকে স্লগ সুইপ করতে গিয়ে তার এই দুর্দান্ত ইনিংসটি থামে।
৩৩ রান নিয়ে স্টার্ক ও রানের খাতা খোলার অপেক্ষায় থাকা ন্যাথান লায়ন দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।















মন্তব্য করুন: