পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ে তামিম ইকবাল।
নিশ্চিতভাবেই টেস্টে বাংলাদেশের এটাই সবচেয়ে বড় অর্জন। যেভাবে দল খেলেছে, তা অসাধারণ ▷ ৪ সেপ্টেম্বর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আধুনিক ফুটবলে তার প্রতিভা কাজে লাগাতে হলে তাকে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে হবে। যদি সে সেরা ফিটনেসে থাকে, জাতীয় দলে তার জায়গা নিয়ে কোনো সমস্যা হবে না ▷ ইয়ামাল জাতীয় দলে যায় ব্যথা নিয়ে, অনুশীলন করেনি, ব্যথানাশক খেয়ে খেলেছে। প্রতিটি ম্যাচেই তারা তিন গোলে এগিয়ে ছিল। তবুও সে ৭৯ ও ৭৩ মিনিট করে খেলেছে ▷ দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আমাদের সব ম্যাচই জিততে হবে। বর্তমানে আমাদের লক্ষ্যও হচ্ছে পরের রাউন্ডে যাওয়া। তাই প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ ▷ আপনাকে এটা বুঝতে হবে প্রতি ম্যাচে ছক্কা মারলেই চলবে না। আপনাকে বুঝতে হবে বাউন্ডারি কতখানি আছে, প্রতিপক্ষ কেমন।… আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে ▷
মন্তব্য করুন: