টি-টুয়েন্টি থেকে অবসরের কারণ নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ।
কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময় এই ফরম্যাট থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার ▷ ৮ অক্টোবর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, এটা কালকেই বলতে চাই। কারণ, আমি চাই না আমার যে প্রতিপক্ষ আছে, তারা আগে থেকে ওই ধারণাটা পেয়ে যাক ▷ ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। তারা আমার বন্ধু, তাদের বিরুদ্ধে আমার কিছু নেই। আমাদের সঙ্গে সবসময় ভালো (আচরণ) করেছে ওরা। কিন্তু আমি ক্ষোভ পুষে রাখি না ▷ আশা করব, সাকিব ফিট থাকবে ও ভালো ক্রিকেট খেলবে। ক্রিকেট বোর্ডে যে নির্বাচক কমিটি আছে, তারা দেখবে। দল নির্বাচনের একটা প্রক্রিয়া আছে। আমরা সেটা আমরা সম্মান করব ▷ আমি একটা কুইক টি-টুয়েন্টি ইনিংস খেলতে এসেছি এখানে। তাই, ভালো একটা টি-টুয়েন্টি ইনিংস খেলব, যেটা আপনারা সবাই মনে রাখবেন ▷
মন্তব্য করুন: