১৭ বছরের আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ার নিয়ে মাহমুদউল্লাহ।
বাংলাদেশের হয়ে খেলার সময় কোনো পর্যায়ে কখনই আমার আক্ষেপ ছিল না। আমি সবসময় টিম ম্যান হতে চেয়েছি, যে পজিশনেই খেলি না কেন। কোনো আফসোস নেই ▷ ৮ অক্টোবর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন তাদেরকে নিজেদের সেরাটা দিয়ে নিশ্চিত করতে হবে তারা ম্যানইউর ভবিষ্যতের অংশ হতে চায়। যদি তারা এটা করতে না পারে, তাহলে আমার মনে হয় না তাদের এখানে থাকা উচিত ▷ আমাদের এটা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে। আমাদের খেলা প্রতিযোগিতাগুলোর মধ্যে এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ▷ আমাকে পুরোপুরি বলা হয়েছে, সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে দলটা দেওয়া হবে, আমি সেই দলটা নিয়েই কাজ করতে হবে। এখানে আমার বলার কিছু থাকবে না ▷ এটা আমার সিদ্ধান্ত ছিল না, পুরোটাই নির্বাচকদের সিদ্ধান্ত। নির্বাচকরা আমাকে কোন কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে ▷
মন্তব্য করুন: