ক্লাব যতদিন চাইবে ততদিন দায়িত্বে থাকবেন রিয়ালের নতুন কোচ

১৪ জানুয়ারি ২০২৬

ক্লাব যতদিন চাইবে ততদিন দায়িত্বে থাকবেন রিয়ালের নতুন কোচ

শাবি আলোনসো দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর রিয়াল মাদ্রিদের নতুন কোচ করা হয়েছে আলভারো আরবেলোয়াকে। দায়িত্বের মেয়াদ কত দিনের কিংবা অন্তর্বর্তীকালীন নাকি স্থায়ী কোচসে বিষয়ে ক্লাবের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে সে সব নিয়ে ভাবছেন না ক্লাবটির সাবেক এই স্প্যানিশ ডিফেন্ডার।

গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পরদিন পারস্পরিক সম্মতিতে আলোনসোর দায়িত্ব ছাড়ার কথা জানায় রিয়াল। এর কিছুক্ষণ পরই আরেকটি বিবৃতিতে আরবেলোয়াকে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

খেলোয়াড়ী জীবনের বেশিরভাগ সময় রিয়ালে কাটানো আরবেলোয়া ২০২৫ সালের জুন থেকে ক্লাবটিরবি দলের কোচের দায়িত্ব পালন করছিলেন। তার আগে ২০২০ সাল থেকে ক্লাবের যুব একাডেমির দলের কোচ ছিলেন তিনি।

এবার মূল দলের কোচ হিসেবে আরবেলোয়ার সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে আছে রিয়াল।

মঙ্গলবার রিয়ালের কোচ হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলোনে আরবেলোয়া বলেন, “অবশ্যই আমার দায়িত্ব সম্পর্কে এবং আমার জন্য সামনে যা অপেক্ষা করছে তা নিয়ে আমার ধারণা আছে। আমি খুবই রোমাঞ্চিত। আমি এমন খেলোয়াড়দের পেয়েছি যারা খুবই উৎসাহী। তারা আমার মতো সবকিছু জেতার জন্য লড়াই করতে উৎসাহী।

আগামী শনিবার ৪৩ বছর পূর্ণ করতে যাওয়া আরবেলোয়ার ফুটবলের শুরুটা হয়েছিল রিয়ালের একাডেমি থেকে। এরপর ২০০৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর ২০০৯ সালে ফেরেন মাদ্রিদের ক্লাবটিতে। ২০১৬ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের জার্সিতে ২৩৮ ম্যাচ খেলেন তিনি। জেতেন দুটি চ্যাম্পিয়নস লিগসহ আটটি শিরোপা।

কতদিন কোচের দায়িত্ব পালন করবেন এমন প্রশ্নের জবাবে আরবেলোয়া বলেন, “এই ঘরে আমি ২০ বছর ধরে আছি। তারা আমাকে যতদিন চাইবে, ততদিন আমি থাকব।

বুধবার কোপা দেল রের শেষ ষোলোয় দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অভিযান শুরু হবে আরবেলোয়ার।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add