রিয়াল থেকে কোচ হওয়ার কোনো প্রস্তাব পাননি ক্লপ
১৪ জানুয়ারি ২০২৬
রিয়াল মাদ্রিদ থেকে শাবি আলোনসোর বিদায়ের পর থেকে গুঞ্জন উঠেছে, দলটির কোচের দায়িত্ব নিতে পারেন ইয়ুর্গেন ক্লপ। তবে লিভারপুলের সাবেক এই কোচ সাফ জানিয়ে দিয়েছেন, স্প্যানিশ ক্লাবটি থেকে তাকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।
গত সোমবার দুই পক্ষের পারস্পরিক সম্মতিতে আলোনসোর চুক্তি বাতিল করার কথা জানায় রিয়াল। এরপর দলটির সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়াকে কোচ হিসেবে নিয়োগ দেয় তারা। কিন্তু দায়িত্বের মেয়াদ কত দিনের কিংবা তাকে অন্তর্বর্তীকালীন নাকি স্থায়ী কোচ হিসেবে নেওয়া হয়েছে – সে বিষয়ে ক্লাবের তরফ থেকে কিছু জানানো হয়নি।
সাড়ে ৯ বছর দায়িত্ব পালন শেষে ২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর বর্তমানে রেড বুলের ‘হেড অফ গ্লোবাল সকার’ হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লপ। অস্ট্রিয়ার এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জার্মান এই কোচ জানান, আলোনসোর রিয়াল ছাড়ার পর তার কোচিংয়ে ফেরার সম্ভাবনা নিয়ে যে গুঞ্জন চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
“আমার মনে হয়, গুঞ্জনগুলো বেশ কিছুদিন ধরেই চলছে। আমি জানি আপনারা কী জানতে চাইছেন, কিন্তু এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার ফোন বেজেছে, তবে সেটি মাদ্রিদ থেকে নয়।”
জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের কোচ হিসেবে দুর্দান্ত সাফল্যের পর গত মে মাসে তিন বছরের চুক্তিতে রিয়ালের দায়িত্ব পান আলোনসো। কিন্তু সাত মাসের একটু বেশি সময় দায়িত্ব করতে পারলেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছু সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্বের কারণে ড্রেসিংরুমের আস্থা হারান রিয়ালের সাবেক এই মিডফিল্ডার।
ক্লপের মতে, আলোনসোর মতো খুবই মেধাবী একজন কোচের এমন বিদায় প্রমাণ করে রিয়ালে কিছু জিনিস ঠিকঠাক চলছে না। দলের সঙ্গে আলোনসোর দ্বন্দ্বের গুঞ্জনের বিষয়টিও সামনে আনেন তিনি।
“এটা অনেক কিছুই তুলে ধরে। একদিকে কোচদের হাতে একদমই সময় নেই। অন্যদিকে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে প্রত্যাশার চাপ থাকে আকাশচুম্বী।”
কার্লো আনচেলত্তির মতো একজন কিংবদন্তি এবং সফল কোচের স্থলাভিষিক্ত হওয়া অত্যন্ত কঠিন জানিয়ে ক্লপ বলেন, “আনচেলত্তির নিজস্ব একটি বিশেষ ধরন ছিল। তার জায়গায় এসে নতুন নিয়ম কার্যকর করাটা সম্ভবত অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে।”















মন্তব্য করুন: