ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবের খেলার প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক।
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের হয়ে খেলা এক নয়। এটা যেহেতু করতে পারছে না, আমার মনে হয় ও (সাকিব) তাই এখন দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই ▷ ১ ডিসেম্বর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন ব্যাটিংয়ের সময় ব্যাটার হিসেবে খেলতে পছন্দ করি। আমার ভেতরে একবারের জন্য মনে হয় না অধিনায়ক হিসেবে খেলছি। চিন্তা করি যে কীভাবে ব্যাটার হিসেবে অবদান রাখতে পারি ▷ আমি আশা করব, মুশফিক ভাই ১০০ টেস্ট খেলার পরও উনি যেন দলের হয়ে আরও চালিয়ে যায়। কারণ ওনার মতো অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে প্রয়োজন ▷ আমি এখন দারুণ অনুভব করছি। গোল করছি, গতি ও ধার বজায় আছে। জাতীয় দলে খেলা এখনও উপভোগ করছি। শিগগির বলতে আমি বুঝিয়েছি সম্ভবত আর এক-দুই বছর ▷ আমরা বার্সেলোনাকে খুব মিস করি। আমার স্ত্রী আর সন্তানদের সঙ্গে সবসময়ই বার্সেলোনার কথা হয়। পরিকল্পনা হলো সেখানে গিয়ে আবার বাস করা ▷
মন্তব্য করুন: