পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের প্রসঙ্গে লিটন।
কেউ আসলে তো দুই-তিন দিনে পুরো বদলে দিতে পারবে না। তবে উডের কিছু ভাবনা ও প্রক্রিয়া ছিল অনুশীলনের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে। আমরা কাজ করেছি। দেখা যাক ▷ ২৮ আগস্ট ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন বাংলাদেশ এর আগেও অনেক দলের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি ▷ নাঈম কঠোর পরিশ্রম করেছে, তিনি যে প্রতিশ্রুতি দেখিয়েছেন, আমরা অনেক আশাবাদী ছিলাম তিনি তার জায়গাটা ধরে রাখতে পারবেন। দুর্ভাগ্যবশত সেটা হয়নি ▷ দুর্ভাগ্যবশত আমাদের লাইক টু লাইক বদলির জায়গায় অনেক বেশি চ্যালেঞ্জ, কিংবা পারফর্মার নাই।… জাকের আলীর ব্যাকআপের ক্ষেত্রে এই মুহূর্তে তাকে সেরা মনে করছি ▷ প্রচণ্ড লজ্জার অনুভূতি হচ্ছে। জীবনে এমন কিছুর অভিজ্ঞতা আগে হয়নি। দুর্ভাগ্যজনকভাবে এটি হয়ে গেছে। ওই কান্না ছিল রাগ থেকে… সবকিছুর কারণেই ▷
মন্তব্য করুন: