ভারতের বাইরে খেলার জন্য আইপিএলকে বিদায় জানালেন অশ্বিন

২৭ আগস্ট ২০২৫

ভারতের বাইরে খেলার জন্য আইপিএলকে বিদায় জানালেন অশ্বিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ভারতীয় ক্রিকেটকে বিদায় জানানোর পর নতুন গন্তব্য হিসেবে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই স্পিন অলরাউন্ডার।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আচমকাই আইপিএল থেকে নিজের বিদায়ের কথা জানান অশ্বিন। আইপিএলের পঞ্চম সর্বোচ্চ ১৮৭ উইকেট নিয়ে ক্যারিয়ারের ইতি টানলেন এই অফস্পিনার। চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি জিতেছেন দুটি শিরোপা।

গত বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ চলার সময় আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি।

ভারতীয় ক্রিকেট থেকে নিজের বিদায়ী বার্তায় ৩৯ বছর ছুঁইছুঁই অশ্বিন বলেন, “বিশেষ দিন এবং এজন্যই বিশেষ কিছুর শুরু। বলা হয়ে থাকে, প্রতিটি শেষ মানেই নতুনের শুরু। আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় আজকেই। তবে এই খেলাটির নানা লিগের অভিযাত্রী হিসেবে আমার সময় শুরু আজকে থেকেই।

দারুণ সব স্মৃতি ও এত বছরের সম্পর্কের জন্য সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আইপিএল ও বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞতা তারা আমাকে এখনও পর্যন্ত যা কিছু দিয়েছে। সামনে যা কিছু আছে তা সর্বোচ্চ কাজে লাগাতে ও উপভোগ করতে মুখিয়ে আছি।

ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ক্রিকেটাররা দেশের বাইরের টি-টুয়েন্টি লিগে খেলার অনুমতি পান না। তবে দেশের ক্রিকেটকে বিদায় জানানোয় অশ্বিনের এখন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কোনো বাধা নেই।

নিজ শহর চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা অশ্বিন শেষটাও করলেন তাদের হয়েই। গত মৌসুমে তাকে ৯ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছিল টুর্নামেন্টের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিটি। তবে মাঠের পারফরম্যান্সে দলের সঙ্গে ব্যর্থ ছিলেন অশ্বিনও। ৯ ম্যাচে ওভারপ্রতি ৯ দশমিক ১২ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট।

চেন্নাই ছাড়াও রাজস্থান র‌য়্যালসে তিন মৌসুম, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসে দুই মৌসুম করে এবং রাইজিং পুনে সুপার জায়ান্টসে এক মৌসুম খেলেছেন অশ্বিন।

মন্তব্য করুন: