ঘরোয়া মৌসুম শুরুর আগ চোটের কবলে নিউ জিল্যান্ড

২৬ আগস্ট ২০২৫

ঘরোয়া মৌসুম শুরুর আগ চোটের কবলে নিউ জিল্যান্ড

আন্তর্জাতিক ক্রিকেটের আসন্ন ঘরোয়া মৌসুম শুরুর আগে চোটের কবলে পড়েছে নিউ জিল্যান্ডের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। অস্ত্রোপচার করাবেন সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। অন্যদিকে চোটে আছেন উইল ওরোর্ক, গ্লেন ফিলিপস ও ফিন অ্যালেন।

চলতি মাসে জিম্বাবুয়ে সফরে পিঠের চোটে পড়া ওরোর্ক মাঠের বাইরে থাকবেন অন্তত তিন মাস। ফলে ডানহাতি এই পেসার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারবেন না। একই সঙ্গে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।

পেটের অস্ত্রোপচার করানোর অপেক্ষায় থাকা স্যান্টনারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কুঁচকির চোট থেকে এখনও না ওঠায় এই সিরিজে খেলতে পারবেন না অলরাউন্ডার ফিলিপস। ডান পায়ে অস্ত্রোপচারের কারণে তিন মাস মাঠের বাইরে থাকবেন ওপেনার অ্যালেন।

দলের চোটের অবস্থা জানিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে নিউ জিল্যান্ড কোচ রব ওয়াল্টার বলেন, “উইলের জন্য আমরা সত্যিই দুঃখিত এবং দ্রুত সুস্থতা কামনা করছি। ক্যারিয়ারের শুরুটা দুর্দান্ত ছিল তার, তাই এই ধরনের ইনজুরি হতাশাজনক। তবে সে দৃঢ় মনোবলের অধিকারী এবং আরও শক্তিশালী হয়ে ফেরার জন্য কাজ করবে।

গ্লেন আর ফিনের মতো ব্যাটারদের হারানো হতাশাজনক, যারা সাম্প্রতিক সময়ে টি-টুয়েন্টিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল।

সাদা বলের অধিনায়ক স্যান্টনারের মাঠে ফেরার বিষয়ে ওয়াল্টার বলেন, “মিচ বিশ্বমানের খেলোয়াড় এবং দক্ষতা ও নেতৃত্বের দিক থেকে আমাদের টি-টুয়েন্টি দলে খুব গুরুত্বপূর্ণ। আমরা তাকে স্কোয়াডে রাখব এবং সার্জারির পর বিশ্রাম ও পুনর্বাসনের অগ্রগতি দেখে সিরিজ শুরুর আগে সিদ্ধান্ত নেব।

অক্টোবরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে নিউ জিল্যান্ড। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে তারা। এই সিরিজ দুটি শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের পর তিনটি ওয়ানডে খেলবে কিউইরা।

সাদা বলের সিরিজ শেষে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউ জিল্যান্ড।

মন্তব্য করুন: