শুরুর আগেই নিউ জিল্যান্ড সিরিজ শেষ ম্যাক্সওয়েলের

৩০ সেপ্টেম্বর ২০২৫

শুরুর আগেই নিউ জিল্যান্ড সিরিজ শেষ ম্যাক্সওয়েলের

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার দল থেকে চোটের কারণে ছিটকে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

মঙ্গলবার এই তারকা অলরাউন্ডারের সিরিজ থেকে বাদ পড়ার বিষয়টি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তার বদলে দলে নেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার জশ ফিলিপেকে।

বুধবার মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। এর আগে বোলিং অনুশীলনের সময় হাতে আঘাত পান ম্যাক্সওয়েল। স্ক্যানের পর তার ডান কবজিতে চিড় ধরা পড়ায় ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডারকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

তার এই চোট অস্ট্রেলিয়ার জন্য বড় এক ধাক্কা। দলের অভিজ্ঞতম এই ক্রিকেটার ব্যাটিং ও বোলিং মিলিয়ে দলীয় ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের আরেক বড় ভরসা জশ ইংলিশ চোটের কারণে ছিটকে গেছেন আগেই। চোটের কারণে দলে নেই প্যাট কামিন্স। এছাড়াও এই সিরিজে খেলবেন না ক্যামেরন গ্রিন ও ন্যাথান এলিস।

এই চোটের কারণে আগামী ২৯ অক্টোবর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও ম্যাক্সওয়েলকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে অস্ট্রেলিয়ার মেডিকেল টিমের প্রত্যাশা, তার আগেই সেরে উঠবেন তিনি।

২০২৩ সালের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নামা ফিলিপে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৩টি ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন। সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। সদ্য সমাপ্ত ভারত সফরে অস্ট্রেলিয়া ‘এ দলের হয়ে দুটি আনঅফিসিয়াল টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করেছেন। ঘরোয়া ক্রিকেটেও লাল বলে অনেক দিন ধরেই রানের মধ্যে আছেন।

তবে উল্টো চিত্র টি-টুয়েন্টি ক্রিকেটে। বিগ ব্যাশের গত দুই আসরে ২৪ ইনিংসে তার স্ট্রাইক রেট ১৩০ এর নিচে। ফিফটি কেবল একটি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১২ ইনিংসে ১৫০ রান করেছেন ১০৯.৪৮ স্ট্রাইক রেটে।

মন্তব্য করুন: