বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কা
৩০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতিবারই থাকে পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য। তবে ফ্র্যাঞ্চাইজি লিগটির আগামী মৌসুমে তাদের খেলা নিয়ে এরই মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। কারণ বিদেশি লিগগুলোতে খেলার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মঙ্গলবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, সোমবার ক্রিকেটার ও তাদের এজেন্টদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে নোটিস দিয়েছে পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সৈয়দ। সেখানে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এশিয়া কাপে ভারতের কাছে শিরোপা হাতছাড়া করার পর অনাপত্তিপত্র বাতিলের সিদ্ধান্ত নিল পিসিবি। তবে ঠিক কি কারণে অনাপত্তিপত্র বাতিল করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ক্রিকইনফোর মতে, ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে অনাপত্তিপত্র দেওয়ার লক্ষ্যে কাজ করছে পিসিবি।
বিপিএলের দ্বাদশ আসর কবে শুরু হতে পারে সে বিষয়ে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি। তবে সবশেষ বোর্ড সভার পর বিসিবির তরফ থেকে জানানো হয়, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আছে তাদের। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আসন্ন বিসিবি নির্বাচনে নির্বাচিত নতুন পরিচালনা পর্ষদ।
অন্যদিকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েছিলেন দীর্ঘদিন ধরে টি-টুয়েন্টি দলের বাইরে থাকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এই দুই তারকা ব্যাটার ছাড়াও সেই তালিকায় ছিলেন শাহিন শাহ আফ্রিদিসহ মোট সাত ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি।
মন্তব্য করুন: