মার্শের তাণ্ডবে নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
১ অক্টোবর ২০২৫

শুরুর বিপর্যয় সামলে টিম রবিনসনের সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ গড়েছিল নিউ জিল্যান্ড। কিন্তু মিচেল মার্শের তাণ্ডবে লক্ষ্য তাড়ায় অসুবিধায় পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে। ৬ উইকেটের সহজ জয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে তারা।
বুধবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় নিউ জিল্যান্ড। জবাবে ২১ বল আগে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৬৬ বলে ৬ চার ও ৫ ছক্কায় ১০৬ রানে অপরাজিত থাকেন রবিনসন। অন্যদিকে ৪৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৮৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মার্শ।
জশ হ্যাজেলউড ও বেন ডোয়ার্শিসের পেস তোপে প্রথম দুই ওভারে ৬ রানের ভেতর ৩ উইকেট হারায় নিউ জিল্যান্ড। এরপর ডেরিল মিচেলকে নিয়ে দলের হাল ধরেন তিন নম্বরে নামা রবিনসন। চতুর্থ উইকেটে তাদের ৯২ রানের জুটিতে শুরুর বিপর্যয় সামাল দেয় কিউইরা। ৩৪ রান করা মিচেলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ম্যাথিউ শর্ট।
অপরপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে চালিয়ে যান রবিনসন। অস্ট্রেলিয়ার ফিল্ডারদের কল্যাণে পাঁচবার জীবন পান ডানহাতি এই ব্যাটার। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে চার মেরে ৬৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন মার্শ ও ট্র্যাভিস হেড। ৩১ রান করা হেডকে ফিরিয়ে ৩৩ বলে ৬৭ রানের এই জুটি ভাঙেন ম্যাট হেনরি। এরপর শর্টকে নিয়ে কিউইদের ওপর ঝড় তোলেন অধিনায়ক মার্শ। ৮ ওভার ৩ বলে দলের খাতায় যোগ হয় ১০০ রান। ২৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ফিফটি পূর্ণ করেন অজি অধিনায়ক।
শর্টকে (২৯) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে দ্বিতীয় উইকেটে ৬৮ রানের জুটি থামান কাইল জেইমিসন। সঙ্গীর বিদায়ের পর হেনরিকে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ কাভারে ক্যাচ দেন মার্শ। টিম ডেভিড অপরাজিত থাকেন ২১ রানে।
একই মাঠে আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: